/indian-express-bangla/media/media_files/2025/05/13/s875JsGe1SDHfCyyIGCs.png)
কীসের সম্মুখীন হতে হল তাঁদের?
Pakistani Stars Removed: শেষ কিছুদিন ধরে ভারত পাক সীমান্তে যা ঘটে চলেছে সেকথা কারওর কাছেই অজানা নয়। এমনকি, পাকিস্তানের তারকারাও এই নিয়ে নানা আলোচনা তুলেছেন। ভারতের অপারেশন সিন্দুরকে তাঁরা ঘৃণ্য এবং লজ্জা দায়ক বলেই অভিহিত করেছিলেন। তারপর থেকেই ভারতের তারকারা তাঁদের ওপর রেগে আগুন। সেদেশের অনেকেই এপারে অভিনয় করে নাম যশ খ্যাতি পেয়েছিলেন। কিন্তু, তাঁদের এহেন মন্তব্য ভারতীয় তারকাদের ক্ষেপিয়ে দেয়।
অভিনেতারা সকলেই পাকিস্তানের বিরুদ্ধে যা নয় তাই মন্তব্য করেছিলেন। এমনকি, এও বলেছিলেন আসন্ন কোনও ছবিতে যদি সেদেশের কেউ কাজ করেন, তাহলে আনন্দের সঙ্গে সেই ছবি তাঁরা ছেড়ে দেবেন। সনম তেরি কসম ছবিতে হর্ষবর্ধন রানে এবং মওরা হোকেনের ঝামেলা তো আকাশ ছুঁয়েছে। দুই তারকাই দুজনকে যা নয় তাই বলছেন। আর এবার, আরও এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকারের ফিল্মি প্রতিষ্ঠান AICWA আগেই জানিয়েছিলেন, কোনও পাকিস্তানি তারকাকে এদেশে নিয়ে এসে কাজ করা যাবে না। এমনকি, এই সংঘর্ষের কারণে ফাওয়াদ খানের ছবি আবির গুলালের রিলিজ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে।
৭১-র যুদ্ধে ইন্দিরা গান্ধী যেন ধমকে কলহরত পাকিস্তান-বাংলাদেশকে ঠান্ডা করে দিল : পরাণ বন্দোপাধ্যায়
অন্যদিকে, মাহিরা খান কিংবা মাওরা হোকেন যারা অপারেশন সিন্দুরকে নিয়ে ভুলভাল মন্তব্য করেছিলেন তাঁদের শুধু এদেশে বয়কট না। বরং, তাঁরা আগে যে কাজ করেছিলেন সেখান থেকেও প্রায় একরকম সরিয়ে দেওয়া হল। কিছুদিন আগেও ভারতের বুকে আবারও থিয়েটার রিলিজ করেছিল সনম তেরি কসম। তখন দারুণ প্রশংসা পেয়েছিলেন মাওরা। আর এবার তাঁদের সঙ্গে যা হয়েছে...
শোনা যাচ্ছে, পাকিস্তানি অভিনেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার পর, বেশ কিছু সংগীত কোম্পানি এখন ভারতীয় চলচ্চিত্রের অ্যালবামের প্রচ্ছদ থেকে পাকিস্তানি অভিনেতাদের ছবি সরিয়ে ফেলেছে। অনেক পরিবর্তিত চিত্রের মধ্যে লক্ষ্য করা গেছে যে, সানাম তেরি কসম-এর অ্যালবাম, যা আগে প্রধান দুই তারকা হর্ষবর্ধন রানে এবং মাওরা দুজনকেই ফিচার করত, এখন শুধুমাত্র ভারতীয় অভিনেতাকেই দেখানো হচ্ছে। পাকিস্তানি অভিনেত্রীর ছবিগুলো Spotify এবং YouTube Music-এর অ্যালবাম থেকে সরিয়ে ফেলা হয়েছে। সানাম তেরি কসম ছাড়া, শাহরুখ খানের রেইস-এর ক্ষেত্রেও, সংগীত কোম্পানি ছবিতে শাহরুখ ও মাহিরা খানের ছবি থেকে শুধুমাত্র SRK-কে রেখেছে। যদিও বা, সনম কাপূর এবং ফাওয়াদ খানের খুবসরত-এর প্রচ্ছদ ছবি তবে অপরিবর্তিত রয়ে গেছে।