Singer Brother Death: দাদার সামনেই চলে গেলেন ছোট ভাই! শোকে আচ্ছন্ন জনপ্রিয় গায়ক...

Singer Brother Death: গায়কের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। এবং, তিনি বর্তমানে জীবনের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, যেন থমকে গিয়েছে সবকিছুই। তাঁর ছোট ভাই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে...

Singer Brother Death: গায়কের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। এবং, তিনি বর্তমানে জীবনের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, যেন থমকে গিয়েছে সবকিছুই। তাঁর ছোট ভাই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SIR Death Cases, SIR Panic West Bengal, SIR Fear Death, SIR Death Controversy, Teacher Death Kulpi, SIR Suicide Bengal, SIR Political Blame Game, BJP vs TMC, West Bengal SIR News, Election Commission West Bengal, Voter List 2002, SIR Anxiety Victims, SIR Trinamool Allegation, BJP Reaction SIR, SIR Death Mysterious, West Bengal Political Crisis,এসআইআর আতঙ্কে মৃত্যু, এসআইআর আতঙ্ক, পশ্চিমবঙ্গে এসআইআর, এসআইআর নিয়ে আতঙ্ক, এসআইআর আত্মহত্যা, তৃণমূল বনাম বিজেপি, কুলপির শিক্ষক মৃত্যু, ভোটার তালিকা আতঙ্ক, ২০০২ সালের ভোটার লিস্ট, বীরভূম মৃত্যু ঘটনা, ভাঙ্গর আত্মহত্যা, এসআইআর রাজনৈতিক বিতর্ক, এসআইআর নিয়ে রাজনীতি, রাজ্যে মৃত্যু মিছিল, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন, এসআইআর খবর

ভাইয়ের মৃত্যুতে শোকে আচ্ছন্ন দাদা... Photograph: (ফাইল চিত্র )

Singer Brother Death: জীবনে নেমে এল ভয়ঙ্কর সময়। চোখের সামনে ছোট ভাইয়ের এহেন পরিণতি হবে, যেন ভাবাও সম্ভব না। বড় দাদার সামনে ছোট ভাইয়ের মৃত্যু কী সাংঘাতিক! এমন পরিস্থিতিতে বড় দাদার মনের খবর কী হতে পারে? এমনটাই এখন বিখ্যাত গায়কের গুরদাস মানের জীবনের ঘটনা। পঞ্জাবি এই বিখ্যাত গায়ক ভয়ঙ্কর শোকাহত। তিনি যা সহ্য করছেন এখন...

Advertisment

পঞ্জাবি এক বিখ্যাত গায়কের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। এবং, তিনি বর্তমানে জীবনের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, যেন থমকে গিয়েছে সবকিছুই। তাঁর ছোট ভাই ৬৮ বছর বয়সেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। গুরপন্থ প্রায় ২ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। এবং সেখানেই, চিকিৎসাধীন ছিলেন বেশ কিছু সময় ধরে। কিন্তু শেষরক্ষা হল না। তিনি চলে গেলেন না ফেরার দেশে। চন্ডিগড়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে রেখে গিয়েছেন, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে।

গুরুদাস মান এই ঘটনায় খুব একটা মুখ খোলেননি। তিনি প্রাইভেসি চেয়ে নিয়েছেন সকলের থেকে। গুরপন্থের আরেক ভাই গুরমিত জানিয়েছেন, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছিল তার। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতির কারণে তিনি মারা যান। দাদার মতো লাইমলাইটে থাকা তার একদম পছন্দ ছিল না। তিনি কৃষক এবং কমিশন এজেন্ট হিসেবেই কাজ করতেন। প্রায় দুমাস ধরে ভর্তি ছিলেন মোহালীর এক মাল্টি স্পেশালিটি হসপিটালে। গুরপান্ত ছিলেন গুরদাস মান এবং তাদের বোনের মাঝখানের ভাই।

Advertisment

Actress Death News: সমস্ত চেষ্টাই আজ বৃথা, চূড়ান্ত যন্ত্রণা শেষে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী...

প্রয়াত গায়ক গুরুদাস মানের ভাই গুরপান্থ মান। ১০ জুন চণ্ডীগড়ে শেষকৃত্য

সূত্রের খবর আজ দাদারা দাঁড়িয়ে থেকে শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর। ১৯৮০ সালে 'দিল দা মামলা হ্যায়' গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন গায়ক থেকে অভিনেতা হওয়া গুরদাস মান। এর পরে, তিনি ৩৪ টিরও বেশি অ্যালবাম রেকর্ড করেছেন এবং ৩০৫ টিরও বেশি গান লিখেছেন।  বেশ কয়েকটি পাঞ্জাবি ও হিন্দি গানে অভিনয় করেছেন তিনি। শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত 'বীর জারা' ছবিতেও বিশেষ ভূমিকায় দেখা গেছে তাকে। গুরুদাস 'ওয়ারিস শাহ: ইশক দা ওয়ারিস' ছবিতে অভিনয়ের জন্য ৫৪ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক বিভাগে জাতীয় পুরষ্কারও জিতেছিলেন।

Entertainment News Today Entertainment News