/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
ভাইয়ের মৃত্যুতে শোকে আচ্ছন্ন দাদা... Photograph: (ফাইল চিত্র )
Singer Brother Death: জীবনে নেমে এল ভয়ঙ্কর সময়। চোখের সামনে ছোট ভাইয়ের এহেন পরিণতি হবে, যেন ভাবাও সম্ভব না। বড় দাদার সামনে ছোট ভাইয়ের মৃত্যু কী সাংঘাতিক! এমন পরিস্থিতিতে বড় দাদার মনের খবর কী হতে পারে? এমনটাই এখন বিখ্যাত গায়কের গুরদাস মানের জীবনের ঘটনা। পঞ্জাবি এই বিখ্যাত গায়ক ভয়ঙ্কর শোকাহত। তিনি যা সহ্য করছেন এখন...
পঞ্জাবি এক বিখ্যাত গায়কের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। এবং, তিনি বর্তমানে জীবনের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, যেন থমকে গিয়েছে সবকিছুই। তাঁর ছোট ভাই ৬৮ বছর বয়সেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। গুরপন্থ প্রায় ২ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। এবং সেখানেই, চিকিৎসাধীন ছিলেন বেশ কিছু সময় ধরে। কিন্তু শেষরক্ষা হল না। তিনি চলে গেলেন না ফেরার দেশে। চন্ডিগড়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে রেখে গিয়েছেন, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে।
গুরুদাস মান এই ঘটনায় খুব একটা মুখ খোলেননি। তিনি প্রাইভেসি চেয়ে নিয়েছেন সকলের থেকে। গুরপন্থের আরেক ভাই গুরমিত জানিয়েছেন, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছিল তার। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতির কারণে তিনি মারা যান। দাদার মতো লাইমলাইটে থাকা তার একদম পছন্দ ছিল না। তিনি কৃষক এবং কমিশন এজেন্ট হিসেবেই কাজ করতেন। প্রায় দুমাস ধরে ভর্তি ছিলেন মোহালীর এক মাল্টি স্পেশালিটি হসপিটালে। গুরপান্ত ছিলেন গুরদাস মান এবং তাদের বোনের মাঝখানের ভাই।
সূত্রের খবর আজ দাদারা দাঁড়িয়ে থেকে শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর। ১৯৮০ সালে 'দিল দা মামলা হ্যায়' গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন গায়ক থেকে অভিনেতা হওয়া গুরদাস মান। এর পরে, তিনি ৩৪ টিরও বেশি অ্যালবাম রেকর্ড করেছেন এবং ৩০৫ টিরও বেশি গান লিখেছেন। বেশ কয়েকটি পাঞ্জাবি ও হিন্দি গানে অভিনয় করেছেন তিনি। শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত 'বীর জারা' ছবিতেও বিশেষ ভূমিকায় দেখা গেছে তাকে। গুরুদাস 'ওয়ারিস শাহ: ইশক দা ওয়ারিস' ছবিতে অভিনয়ের জন্য ৫৪ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক বিভাগে জাতীয় পুরষ্কারও জিতেছিলেন।