/indian-express-bangla/media/media_files/2025/10/15/pankaj-dheer-death-2025-10-15-14-11-15.jpg)
চলে গেলেন অভিনেতা
Pankaj Dheer-Mahabharat: অভিনেতা পঙ্কজ ধীর, বুধবার ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৫ বছর। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক বি. আর. চোপড়ার 'মহাভারত'-এ, কর্ণের চরিত্রে অভিনয় করে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
এক পুরনো সাক্ষাৎকারে পঙ্কজ ধীর জানান, কর্ণের চরিত্রে অভিনয় করা, তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল। শারীরিকভাবেও বেশ ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, "অর্জুন ও কর্ণের যুদ্ধের দৃশ্যের সময় একটি তীর ভুলবশত আমার চোখের কোণে এসে লাগে। মুহূর্তের মধ্যে রক্ত ঝরতে শুরু করে। সবাই আতঙ্কিত হয়ে বলছিল, ‘পঙ্কজ ধীর অন্ধ হয়ে গেছে!’ তখন ভাবছিলাম, ক্যারিয়ার তো সবে শুরু, এখনই শেষ হয়ে গেল নাকি?"
সেই সময়, ফিল্ম সিটি ছিল প্রায় জঙ্গলের মতো। আশেপাশে কোনও বড় হাসপাতাল ছিল না। তাঁকে তড়িঘড়ি করে একটি ছোট ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এক বৃদ্ধ ডাক্তার ইনজেকশন ও সেলাই করে চোখ বাঁচিয়ে দেন। "ওই ডাক্তারই শুধু আমার চোখ নয়, আমার পুরো অভিনয়জীবনটাই রক্ষা করেছিলেন," বলেছিলেন পঙ্কজ।
চোট পেয়েও বিশ্রাম নেননি তিনি। রবি চোপড়া তাঁকে ফোন করে জানান, পর্বের শুটিং বন্ধ রাখা যাবে না। ফলে ব্যান্ডেজ চোখে রেখেই একদিক থেকে শট নিয়ে তিনি দৃশ্যটি সম্পন্ন করেন। পঙ্কজ আরও এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা বলেন, এক যুদ্ধদৃশ্যে তাঁর রথের চাকায়, সারথি চাপা পড়ে গেলে রথটি অনিয়ন্ত্রিতভাবে এগোতে থাকে। সামনে ছিল গভীর খাদ। শেষ মুহূর্তে লাফিয়ে পড়ে তিনি প্রাণে বাঁচেন, যদিও হাঁটুতে গুরুতর আঘাত পান।
Madhumati Death: স্বর্ণযুগের অবসান, না ফেরার দেশে ফিল্মি দুনিয়ার কিংবদন্তি
এছাড়া, ভীমের চরিত্রে অভিনয় করা, প্রবীণ কুমার সোবতির সঙ্গে, এক লড়াইয়ের দৃশ্যে তিনি হাতের সব আঙুল প্রায় ভেঙে ফেলেছিলেন। “তিনি অভিনেতা ছিলেন না, শক্তিতে আক্ষরিক অর্থে আমাকে আঘাত করতেন,” হাসতে হাসতে বলেছিলেন পঙ্কজ।
ফারাহ খানের ভ্লগে তিনি আরও জানান, “মহাভারতের সময় আমরা প্রতি পর্বে মাত্র ৩০০০ পেতাম। যদি সপ্তাহে শুটিং না হতো, সেই টাকাও পেতাম না। তখন শো-র বাইরে বিয়ে বা ইভেন্টে অংশ নেওয়াই ছিল মূল উপার্জনের উপায়।” পঙ্কজ ধীরের প্রয়াণে বলিউড ও টেলিভিশন জগৎ শোকাহত।