Valentines Day 2025: শহর জুড়ে ভালবাসার মরশুম। ১৪ ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইনস ডে' মানেই একে অপরের ভালবাসায় হারিয়ে যাওয়ার সময়। প্রিয় মানুষটা কাছে থাকলে তাঁর স্পর্শে শরীর জুড়ে জাগে শিহরণ। কিন্তু, মনের মানুষটা যদি প্রেমদিবসে কাছে না থাকে...!! কাজের প্রয়োজনে তো আজকাল অনেকেই 'ডিসটেন্স রিলেশনশিপ'-এ থাকেন। এই দূরত্ব প্রেমকে আরও মজবুত করে নাকি সম্পর্কের বাঁধন ক্রমশ আলগা হয়ে যায়? প্রেমদিবসে অভিনেত্রী পাওলি দামের সঙ্গে এই বিষয়ে কথা বলল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।
পাওলির মতে, 'ভালবাসার ক্ষেত্রে দূরত্ব কোনও ইস্যু হতেই পারে না। প্রকৃত প্রেমে তো দূরত্ব শব্দটারই কোনও অস্তিত্ব থাকবে না। জায়গার দূরত্ব কোনওদিন প্রেম কমাতে পারে না। যদি মনের দূরত্ব তৈরি হয় তাহলে অবশ্যই প্রেম পাখি হয়ে উড়ে যাবে। অনেক কাপলই এখন একসঙ্গে থাকে না। কাজের প্রয়োজনে দুজনকে পৃথিবীর দুই প্রান্তে থাকতে হয়। সবসময় একসঙ্গে এক শহরে থাকার সুযোগ নাই হতে পারে। কাজের সূত্রে আলাদা জায়গায় থাকার প্রয়োজন হয়েই থাকে। তাই আমার একদমই মনে হয় না জায়গার দূরত্ব দুটো মানুষের প্রকৃত প্রেমে কোনও প্রভাব ফেলতে পারে। সম্পর্ক দুজন মানুষের মনের মিলন। সেই মন দুটো যদি এক সুতোয় বাঁধা থাকে তাহলে প্রেম হবে অটুট।'
'আমার কাছে ভালবাসার সংজ্ঞাটা এমনই। ভ্যালেন্টাইন ডে-তেই প্রেমের ইস্তেহার করতে হবে এই নিয়মে একেবারেই বিশ্বাসী নই। ভালবাসার মানুষের জন্য প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইনস ডে। এক সপ্তাহ ধরে যে বিভিন্ন 'ডে' পালন হয় আমার তো মনে হয় সেটা সম্পূর্ণ ব্যবসায়িক একটা পার্ট। গোলাপ বা জিনিস কিনলে বিক্রেতারা লাভবান হবে। আমি নিজেও কিন্তু, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বিশেষভাবে উদযাপন করি না। আজ তো কাজের জন্য রীতিমতো ট্রাভেল করছি (ফোনের ওপারে মিষ্টি হাসি)।'
'ভ্যালেন্টাইনস ডে-তে আলাদা করে একে অপরকে কোনও উপহারও দেওয়া হয়ে ওঠে না। বিয়ের এতগুলো বছর পর গিফট দেওয়ার জন্য এই অজুহাতগুলো এখন আর প্রয়োজন নেই (ফোনের ওপারে ফের মিষ্টি হাসি)। আসলে এগুলোতে আমি বা আমার হাজব্যান্ড কেউই বিশ্বাসী নই। আমাদের জন্য ৩৬৫ দিনই ভ্যালেন্টাইনস ডে।'