/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/piya.jpg)
Parambrata Chatterjee- বরকে কী বললেন পিয়া?
'শুধু মনে করিয়ে দিলাম...', বিয়ের কিছু মাস পর হতে না হতেই পরমব্রতকে কী এমন কোন করিয়ে দিলেন পিয়া? প্রকাশ্যে সকলের সামনেই এমন কিছু বললেন তিনি।
তাঁদের বিয়ে নিয়েও নানা আলোচনা সমালোচনা হয়। অনুপমের প্রাক্তনকে বিয়ে করেই পরম যেন আরও রোষানলে পড়েন। যদিও, সেসব কিছুকেই তারা হাওয়ায় উড়িয়েছেন। এবং, তাঁর কিছু মাস পরে অনুপম নিজেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এবার পরমকে প্রকাশ্যেই পিয়া এমন কিছু মনে করিয়ে দিলেন...
আজ জন্মদিন পরমের। বিয়ের পর বরের প্রথম জন্মদিন। সেই উপলক্ষেই আহ্লাদে আটখানা পিয়া। বরকে লোকসমাজে ধমকি দিলেন তিনি? নাকি আগে থেকেই জানিয়ে দিলেন কী কী মনে রাখতে হবে তাঁকে? পরমের বেশ কয়েকটি ছবি তুলে পিয়া পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ঘুরে বেড়ানোর নানা ছবি এল সামনে। আর এই ছবিগুলোই অস্ত্র পিয়ার কাছে।
আরও পড়ুন - Rooqma Ray: ‘বড় বড় হিরোদের নাম বেরবে, ওর ভালবাসার যা চোট…’, রুকমাকে নিয়ে কেলেঙ্কারি দাবি রোহনের!
সেই ছবি পোস্ট করে পিয়া লিখলেন, "আমি একজনকে শুধু মনে করিয়ে দিতে চাই, এই ভাল ছবিগুলো আমি তুলেছি। আমার কৃতজ্ঞতা এবং প্রশংসা করা হোক।" আর পাশাপাশি, তিনি বরের উদ্দেশ্যে শুভ জন্মদিন পর্যন্ত লিখলেন। তাঁর সঙ্গে এও লিখলেন, "এক্সিস্ট করার জন্য ধন্যবাদ।" পাশাপাশি তাদের বন্ধুরাও শুভেচ্ছা জানালেন তাদের।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় পিয়া। তাঁর পাশাপাশি মাঝেমধ্যেই তাঁকে গান বাজনা করতে দেখা যায়। অন্যদিকে, পরমের জন্মদিনেই এসেছে সত্যি বলে সত্যি কিছু নেই এর ফার্স্ট লুক। ফের একবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করছেন তিনি।