Piya Chakraborty Pregnancy: 'একসঙ্গে যখন দেখলাম ছোট্ট প্রাণটা...', কী ভাবে অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিচ্ছেন পরমব্রত?

Parambrata-Piya Baby: শীঘ্রই পরম-পিয়ার জীবনে আসছে ছোট্ট সোনা। তার আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখছেন পরমব্রত। কবে দুই থেকে তিন হচ্ছেন তারকা দম্পতি?

author-image
Kasturi Kundu
New Update
dfgas

মা হচ্ছেন পরম পত্নী পিয়া

Parambrata Chatterjee And Piya Chakraborty: দিনটা ছিল ২৭ নভেম্বর, ২০২৩। সই বিয়ের মাধ্যমে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন পিয়া চক্রবর্তী। সুখী গৃহকোণের রঙিন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেলেব দম্পতি। এবার জীবনের 'পরম' প্রাপ্তির কথা সকলের সঙ্গে ভাগ করেন নিলেন 'পরম পত্নী'  পিয়া চক্রবর্তী।

Advertisment

শীঘ্রই দুই থেকে তিন হচ্ছেন পরমব্রত চটেটোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। চাটুজ্জে পরিবারে লক্ষ্মীছানার পদধূলির অপেক্ষায় তারকা দম্পতি। শরীরের ভিতর তিল তিল করে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ। আলট্রা সাউন্ডে হবু সন্তানের মুভমেন্ট দেখে কেমন অনুভূতি উড বি পেরেন্টসের? কবে আসছে পরম-পিয়ার প্রথম সন্তান? অন্তঃসত্ত্বা স্ত্রীকে কী ভাবে আদরে-যত্নে আগলে রাখছেন পরমব্রত?

Advertisment

এই সব প্রশ্নের উত্তর জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় 'মম টু বি' পিয়ার সঙ্গে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া বলেন, 'শরীরের মধ্যে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। প্রতি মুহূর্তে সেটা অনুভব করছি। গতকাল (১৪ ফেব্রুয়ারি) আমাদের ডক্টরের কাছে ডেট ছিল। একসঙ্গে প্রথমবার অনুভব করলাম শরীরের মধ্যে ছোট্ট প্রাণটা ধীরে ধীরে বেড়ে উঠছে। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আগামী জুনে ডিউ ডেট। এখনও পর্যন্ত আমি সব কাজকর্মই করছি। শরীরও সুস্থ আছে (টাচ উড)। আশা করি আগামী দিনগুলো এভাবেই কেটে যাবে।'

'পরম তো এমনিতেই খুব ব্যস্ত থাকে। তার মধ্যেও সময় বের করছে। আমাকে মেন্টাল সাপোর্ট দিতেই সবসময় আমার পাশে থাকার চেষ্টা করছে। আমরা দুজনেই কাজের জন্য বাইরে থাকি। তাই সবসময় বাড়ির কোনও কাজ যদি করতে হয় তাহলে দুজনে মিলেমিশে করি। এখন আমাকে একটু বেশি প্যাম্পার করছে। সব মিলিয়ে এই মুহূর্তটা খুব এনজয় করছি।' ছোট্ট পিয়া নাকি ছোট্ট পরম? কার অপেক্ষায় হবু মা-বাবা?  পিয়া বলেন, 'ওটা নিয়ে কিছু ভাবিনি আমরা। সুস্থভাবে সন্তানের জন্ম দেওয়াটাই মূল লক্ষ্য। পরম বা পিয়া যারই লিটল ভার্শন আসবে তাকেই স্বাগত।'

parambarata chatterjee Bengali Cinema Bengali Actor Bengali Film Bengali Film Industry Piya Chakraborty