ওঁরা ফিরে এলেন। আবার। বড়পর্দায় একসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা মুখোপাধ্যায়। অনেকটা পথ পাড়ি দিয়ে তিন ভুবনের পারে একসঙ্গে দাঁড়ানোর পর সৌমিত্র-তনুজাকে আবার দেখা যাবে পরমব্রতর ছবি সোনার পাহাড়ে।
প্রায় এক যুগেরও পর তনুজার বাংলা ছবিতে ফিরে এলেন। এই ছবির প্রচারের জন্য শহরে এসেছিলেন তিনি।
সোনার পাহাড় ছবিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে উপমা এবং বিটলু। পরমব্রতর এ ছবি অসমবয়সী বন্ধুত্ব নিয়ে। উপমার ভূমিকায় অভিনয় করছেন তনুজা। বিটলুর ভূমিকায় দেখা যাবে শিশুশিল্পী শ্রীজাতকে। এই বিটলুর হাত ধরে নিজের শৈশবে পাড়ি দিতে চান উপমা।
আরও পড়ুন, ফের একসঙ্গে সৌমিত্র-তনুজা, সৌজন্যে পরমব্রতর সোনার পাহাড়
তনুজার ছেলের ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত। সাবালক সন্তানের সঙ্গে বাবা-মায়ের বোঝাপড়ার অভাব এ ছবির বিষয়। এই চিরন্তন টানাপোড়েনকে সামনে রেখেই এগোবে ছবি। গোলকধাঁধা থেকে মুক্তির পথ পাওয়া যাবে কিনা, তা অবশ্য সিনেমা না দেখলে জানার উপায় নেই।
ভালো চিত্রনাট্য পেলে অভিনয় চালিয়ে যেতে চান, আগেই তনুজা একথা জানিয়েছিলেন। পরিচালক পরমব্রত নিজেও অভিনয় করছেন সোনার পাহাড়ে। তবে সব্বাইকে ছাড়িয়ে ট্রেলারেই নজর কেড়েছে বিটকেল বিটলু।
সোনার পাহাড় মুক্তি পাবে ৮ জুন।
আরও পড়ুন, দেবজ্যোতি মিশ্রের সুরে দর্শকরা এবার গায়ে মাখবে আলো