দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল 'পরিণীতা'-র ট্রেলার। তবে এ ছবির সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনও যোগ নেই। নিজের মতো চিত্রনাট্য সাজিয়েছেন রাজ। মেহুল ও তার বাবাইদাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। মেহুল স্কুলে পড়ে, বাবাইদাকে একটু অন্য চোখেও দেখে। জানলা দিয়ে একমনে বাবাইদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। বলা যেতে পারে মেহুলের ক্রাশ বাবাই দা।
Advertisment
সেকথা বলে ওঠার আগেই ঘটে অঘটন। আত্মহত্যা করেন বাবাইদা। তারপর? এখানেই পর্দায় দেখা পাওয়া যায় অত্রীর। কিন্তু বাবইদার মৃত্যু ট্রেলারে রহস্যই থেকে গেল। আগামিতেই খুলবে এই জট।
কিছুদিন আগেই জানা গিয়েছিল বৃহস্পতিবারই প্রকাশ্যে আসতে চলেছে 'পরিণীতা'-র ট্রেলার। ঝলকেই বোঝা গেল আটঘাট বেধেই পর্দায় নেমেছেন শুভশ্রী। স্কুলের ছাত্রী থেকে পরবর্তীতে পরিণীতায় দিব্যি মানানসই অভিনেত্রী।
রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী-ঋত্বিক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, আদৃত, লাবনী সরকার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় মানস গঙ্গোপাধ্যায়। অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক থাকবে ‘পরিণীতা’য়।