Advertisment
Presenting Partner
Desktop GIF

'পরিণীতা'-র শুটিং শেষে আবেগঘন শুভশ্রী

'পরিণীতা'র ফ্লোর থেকেই আবেগঘন হয়ে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি ব্যক্ত করলেন অভিনেত্রী। হইহুল্লোড়, মজায় কেটেছে শুটিংয়ের দিনগুলো। সেই স্মৃতি রোমন্থনই উঠে এল তাঁর লেখায়।  

author-image
IE Bangla Web Desk
New Update
subhashree

পরিণীতার শুটিং ফ্লোর থেকে। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম সৌজন্যে

অবশেষ শেষ হল রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা' ছবির শুটিং। এই ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করছেন শুভশ্রী একথা এতদিনে জেনে গিয়েছে তাঁর ফ্যানেরা। তবে কলকাতায় 'পরিণীতা'র ফ্লোর থেকেই আবেগঘন হয়ে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি ব্যক্ত করলেন অভিনেত্রী। হইহুল্লোড়, মজায় কেটেছে শুটিংয়ের দিনগুলো। সেই স্মৃতি রোমন্থনই উঠে এল তাঁর লেখায়।

Advertisment

আরও পড়ুন, দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ‘মহালয়া’

ছবিতে শুভশ্রী মুখ্য চরিত্রে। 'পরিণীতা'য় অভিনীত চরিত্র মেহুল যে সারাজীবন তার মধ্যে থাকবে সেকথাও জানাতে ভোলেননি নায়িকা। তবে এই ছবিতে তবে ভোলবদল ঘটেছে নায়িকার। বরাবরই আমরা গ্ল্যামার, প্রাণ খোলা হাসি, দৃঢ় চরিত্রে দেখতে অভ্যস্ত শুভশ্রীকে। তবে এবার সেই চেনা গতের বাইরে বেরিয়ে এসে সম্পূর্ণ আলাদা চরিত্রে দেখা যাবে তাকে। একেবারে সাধারণ মেয়ের চরিত্রে। দুদিকে দুটো বিনুনি, লাল ফিতে, সাধারণ পোশাক, পিঠে স্কুল ব্যাগ এমনই একটা ছাপোসা লুকের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী।

তিনি রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস এবং পরিচালক রাজ চক্রবর্তীকেও ধন্যবাদ জানিয়েছেন আলাদা করে। শুভশ্রী ছাড়াও ছবিতে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃত।চিত্রনাট্য ও সংলাপ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় থাকবেন মানস গঙ্গোপাধ্যায়। অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক থাকবে ‘পরিণীতা’য়।

tollywood Bengali Cinema Bengali Heroine Subhasree Ganguly
Advertisment