/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/subhashree-raj-FEATIURE.jpg)
পরিণীতার শুটিং ফ্লোর থেকে। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম সৌজন্যে
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুভশ্রীর কামব্যাক ছবি 'পরিণীতা'র শুটিং। গত বছর, পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারপর থেকে রাজকে শুটিং ফ্লোরে দেখা গেলেও, দেখা মেলেনি শুভশ্রীর। বিয়ের পর কামব্যাক করছেন স্বামীর ছবি দিয়েই।শুটিং ফ্লোরে ব্যস্ত পরিচালক ও রাজঘরণী। আজ সকালে সুপ্রভাতের শুভেচ্ছা সহ, শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেছেন নায়িকা।
View this post on InstagramGood morning world @rajchoco #parineeta
A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on
তবে ভোলবদল ঘটেছে নায়িকার। বরাবরই আমরা গ্ল্যামার, প্রাণ খোলা হাসি, দৃঢ় চরিত্রে দেখতে অভ্যস্ত শুভশ্রীকে। তবে এবার সেই চেনা গতের বাইরে বেরিয়ে এসে সম্পূর্ণ আলাদা চরিত্রে দেখা যাবে তাকে। একেবারে সাধারণ মেয়ের চরিত্রে। দুদিকে দুটো বিনুনি, লাল ফিতে, সাধারণ পোশাক, পিঠে স্কুল ব্যাগ এমনই একটা ছাপোসা লুকের ছবি শেয়ার করেছেন শুভশ্রী।
শুটিংয়ের মাঝে খানিক ফটোশুট সেরে নিয়েছেন পরিচালক রাজ।
আরও পড়ুন, পয়লা বৈশাখে ‘ভিঞ্চিদা’ বনাম ‘তারিখ’
রাজ চক্রবর্তী প্রোডাকশনের পরবর্তী ছবি ‘পরিণীতা’। ২৫ মার্চ, সোমবার হয়ে গেল তার শুভ মহরৎ। শোনা যাচ্ছে, শুভশ্রীকে নাকি কাস্ট করেছেন রাজ নিজেই। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করেছেন রাজ। শুভশ্রী ছাড়াও ছবিতে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃত। পরিচালনার দায়িত্বে স্বয়ং রাজ । চিত্রনাট্য ও সংলাপ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় থাকবেন মানস গঙ্গোপাধ্যায়। অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক থাকবে ‘পরিণীতা’য়।