New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/20/qmFCsOlTh0dNW4bvHniu.jpg)
TRP: শুরুতেই বাজিমাৎ করল যে ধারাবাহিকগুলো... Photograph: (Instagram)
TRP: শুরুতেই বাজিমাৎ করল যে ধারাবাহিকগুলো... Photograph: (Instagram)
TRP-Serial: সিরিয়ালপ্রেমী বাঙালি যে সবসময় নতুন কন্টেন্ট দেখতে ভালবাসেন, সেকথা আবারও প্রমাণিত। কারণ? অবশ্যই রয়েছে। TRP খেয়াল করলে দেখা যাবে, এই সপ্তাহে প্রথম পাঁচে উঠে এসেছে এমন একটি ধারাবাহিক, যার পথচলা শুরু হয়েছে কিছুদিন মাত্র। তাঁর মধ্যেই যে এই খেল শুরু হয়ে যাবে, কেউ ধারণা করতে পেরেছিলেন?
টানা বহুদিন ধরে যখন একটি সিরিয়াল মানুষের মনোরঞ্জন করতে থাকে, তখন গিয়ে সেটি বেঙ্গল টপার হওয়ার দাবি রাখে। ঠিক সেরকমই টানা অনেক দিন ধরেই জি বাংলার পরিণীতা রয়েছে টপে। বেঙ্গল টপার এই সিরিয়াল মানুষের বেশ পছন্দের হয়ে উঠেছে। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং, ৬.৮। এরপরই জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে রাঙামতি তীরন্দাজ। টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং, ৬.৭।
আরও পড়ুন - Aritra Dutta Banik: 'আবারও আমায় টার্গেট করবে..', মুখ্যমন্ত্রীর মহাকাশ …
এই ধারাবাহিকের জন্যই জায়গা হারিয়েছে জগদ্ধাত্রী। একসময়ের বেঙ্গল টপার সিরিয়াল, কিছুদিন ধরেই দ্বিতীয় স্থানে ছিল। তবে, এই সপ্তাহে সেটি তৃতীয় স্থানে চলে গিয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং, ৬.৬। কিন্তু, আশ্চর্যের বিষয় এই, যে একটি সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই যেন কামাল করে ফেলেছে। তৃণা সাহা এবং ইন্দ্রদীপ এর নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক, সহজে অল্প দিনেই প্রথম পাঁচে জায়গা পেয়েছে। এই সিরিয়াল যে টুইস্ট দিয়ে পরিপূর্ণ সেকথা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর হলোও তাই। কিছুদিনেই চতুর্থ স্থানে এই ধারাবাহিক। প্রাপ্ত রেটিং ৬.৫।
চতুর্থ স্থানে আরেক ধারাবাহিক, রয়েছে। একই চ্যানেলের দুই ধারাবাহিক সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে। কথা রয়েছে চতুর্থ স্থানেই। পঞ্চম স্থানে রয়েছে, গীতা এলএলবি। প্রাপ্ত রেটিং ৬.১। এছাড়াও নতুন ধারাবাহিকের মধ্যে অনেক সিরিয়াল রয়েছে। জিতু কমল এবং দিতিপ্রিয়া অভিনীত সিরিয়াল চিরদিনই তুমি যে আমার আলোচনায় ছিল। আর শুরু হয়েই এটিও বেশ ফল করেছে। প্রাপ্ত রেটিং ৫.৯। আরেকটি ধারাবাহিক তুই আমার হিরো, যেখানে অভিনয় করছেন রুবেল এবং মোহনা - সেই ধারাবাহিক নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। সেটিও বেশ ট্রেন্ডিং এ রয়েছে।