/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-16-40-49.jpg)
মা হলেন পরিনীতি
Parineeti Chopra Raghav Chadha Baby Boy: শনিবার রাত থেকেই কানাঘুষো, প্রথম সন্তানের জন্ম দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে এসেছেন রাঘব চড্ডা ও পরিনীতি চোপড়া। রবিবাসরীয় ছুটির দিনে গুঞ্জন, অন্তঃসত্ত্বা পরিনীতিকে নিয়ে নাকি দিল্লির একটি হাসপাতালে ঢুকেছেন রাঘব। প্রথম সন্তান কখন ভূমিষ্ঠ হবে সেই চর্চার মাঝেই সুখবর। ইনস্টা হ্যান্ডেলে বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিলেন রাঘব। তাঁদের জীবনে আলোর রোশনাই নিয়ে এসেছে পুত্র সন্তান। শুভেচ্ছায় ভাসছেন সেলেব পেরেন্টস।
আরও পড়ুন
যৌথ ইনস্টাগ্রাম পোস্টে পরিণীতি ও রাঘব তাঁদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই আনন্দঘন খবরটি ভাগ করে নেন। তাঁরা লেখেন, 'অবশেষে সে এল, আমাদের পুত্রসন্তান। আমরা যেন সত্যিই মনে করতে পারছি না আগের মুহূর্তে আমাদের জীবনটা কেমন ছিল! দুই হাতে ওকে আগলে নিয়েছি, আজ আমাদের হৃদয় পরিপূর্ণ। এতদিন শুধু আমরা দু’জন পরস্পরের সঙ্গী ছিলাম এখন আমরা পরিপূর্ণ। পরিণীতি ও রাঘব।'
২০১৩ সালে ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিনীতি মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছের কথা বলেছিলেন। তাঁর কথায়, 'আমি সন্তান দত্তক নিতে চাই। আমার অনেকগুলো সন্তান চাই। সবাইকে তো জন্ম দিতে পারব না, তাই কিছু দত্তক নেব।' গত আগস্টে ইনস্টাগ্রাম পোস্টে যৌথভাবে লেখেন, 'Our little universe … on its way. Blessed beyond measure.'যার বাংলা তর্জমা করলে হয়, 'আমাদের এই ছোট্ট মহাবিশ্বে সে আসছে। সকলের অফুরুন্ত ভালবাসা আর আশীর্বাদে আমরা ধন্য।' সেই পোস্টে দেখা গিয়েছিল একটি কেকের উপর লেখা '1+1=3' এবং শিশুর ছোট্ট পদচিহ্ন।
আরও পড়ুন ভূত চতুদর্শীতেই সন্তানের জন্ম? অন্তঃসত্ত্বা পরিনীতিকে নিয়ে হাসপাতালে রাঘব, চর্চা তুঙ্গে
এরপরই বলিউডের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভেসেছেন দুজনে। প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিণীতি ও রাঘব। রাজস্থানের উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘনিষ্ঠ পরিসরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ২০২৩ সালের ১৩ মে দিল্লিতে বাগদান সারেন পরিণীতি-রাঘব। বিয়ের দু'বছর পর তারকা দম্পতির জীবনের একটা বৃত্ত সম্পন্ন হল তা বলাই যায়।
আরও পড়ুন দীপাবলির আগেই মা হবেন! চর্চা উসকে মুম্বই ছেড়ে কোথায় গেলেন রাঘব পরিণীতি?