/indian-express-bangla/media/media_files/2025/03/09/t8wIad2jupAisdfdcmb6.jpg)
হাসপাতালে পরিনীতি?
Parineeti-Raghav At Delhi Hospital: বিয়ের দু'বছর পর জীবনের নতুন জার্নি শুরু করতে চলেছেন তারকা দম্পতি রাঘব চড্ডা ও পরিনীতি চোপড়া। ইন্ডাস্ট্রির কানাঘুষো, প্রথম সন্তানের জন্ম দিতে ইতিমধ্যেই রাঘবের হাত ধরে মুম্বই ছেড়েছেন হবু মা। দিল্লিতেই ভূমিষ্ঠ হবে রাঘব-পরিনীতির প্রথম সন্তান। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। এর মাঝেই আরও এক খবর ঘিরে তো রীতিমতো শোরগোল। পিঙ্কভিলার খবর অনুযায়ী, দিল্লির হাসপাতালে ঢুকেছেন স্বস্ত্রীক রাঘব চড্ডা। এরপরই গুঞ্জন আরও জোড়াল হয়েছে যে দীপাবলির আগেই হয়ত কোলে আসবে ফুটফুটে সন্তান।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি রাঘব বা পরিনীতি। পিঙ্কভিলার খবর অনুযায়ী, প্রেগন্যান্ট পরিণীতি বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন। প্রথম সন্তানের জন্মের জন্যই দিল্লি গিয়েছেন। কপিলের শোয়ের পর পরিণীতির প্রেগন্যান্সি জল্পনা শুরুর মাঝেই চর্চার সিলমোহর দিয়েছিলেন। নতুন সদস্যকে আগমন জানাতে উদগ্রীব অভিনেত্রী ও তাঁর রাজনীতিবিদ স্বামী রাঘব চড্ডা।
আরও পড়ুন দীপাবলির আগেই মা হবেন! চর্চা উসকে মুম্বই ছেড়ে কোথায় গেলেন রাঘব পরিণীতি?
গত আগস্টে ইনস্টাগ্রাম পোস্টে যৌথভাবে লেখেন, 'Our little universe … on its way. Blessed beyond measure.'যার বাংলা তর্জমা করলে হয়, 'আমাদের এই ছোট্ট মহাবিশ্বে সে আসছে। সকলের অফুরুন্ত ভালবাসা আর আশীর্বাদে আমরা ধন্য।' সেই পোস্টে দেখা গিয়েছিল একটি কেকের উপর লেখা '1+1=3' এবং শিশুর ছোট্ট পদচিহ্ন। এরপরই বলিউডের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভেসেছেন দুজনে।
আরও পড়ুন দশমীতে মায়ের বিসর্জনের আগেই সুখবর! ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম?
সম্প্রতি করবা চৌথের দিন পরিণীতি রাঘবকেই তাঁর ‘চাঁদ’বলে সম্বোধন করেছেন। গর্ভাবস্থার এই বিশেষ মুহূর্তে তাঁদের ভালবাসা ও একাত্মতা মুগ্ধ করেছে অনুরাগীদের। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিণীতি ও রাঘব। রাজস্থানের উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘনিষ্ঠ পরিসরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ২০২৩ সালের ১৩ মে দিল্লিতে বাগদান সারেন পরিণীতি-রাঘব। বিয়ের দু'বছর পর জুনিয়রের অপেক্ষায় তারকা দম্পতি।
আরও পড়ুন তিন মাসের অন্তঃসত্ত্বা! কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান?