/indian-express-bangla/media/media_files/2025/08/25/parineeti-2025-08-25-13-42-16.jpg)
কী বলছেন তিনি...
অভিনেত্রী পরিণীতি চোপড়া, যিনি রাঘব চাড্ডার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার বছর দুয়েকের মধ্যেই সন্তান আআর সুখবর দেন, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন পডকাস্ট চালু করেছেন। সর্বশেষ পর্বে তিনি রাঘবকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। যেখানে দম্পতি তাদের সম্পর্ক, বিবাহ-পরবর্তী ভালবাসা এবং এমনকি এআই-উৎপন্ন কিছু প্রশ্নের উত্তরও দেন। তবে আলাপচারিতার মাঝেই রাঘব মজার ছলে পরিণীতিকে উল্টো জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন।
তার প্রথম প্রশ্ন ছিল — "বিয়ের পর প্রেম সম্পর্কে তুমি কী শিখেছ?"
লজ্জায় হেসে পরিণীতি বলেন, "বিয়ের পর প্রেম সম্পর্কে যা শিখেছি, সবই তোমার কাছ থেকে। রাঘব খুব শান্ত, ভারসাম্যপূর্ণ মানুষ। আর আমি ঠিক উল্টো-অগ্ন্যুৎপাতের মতো। আমি খুব দ্রুত প্রতিক্রিয়া জানাই, ধৈর্য আমার কম। কিন্তু বিয়ের পর বুঝেছি, ভালোবাসা মানে ধৈর্য, শ্রদ্ধা আর নিঃস্বার্থতা। তুমি কখনও বক্তৃতা না দিয়েই আমাকে শান্ত করে দাও। তোমার ধৈর্য দেখে আমি অনেক সময় নিজের আচরণের জন্য অপরাধবোধে ভুগি। আর সেটাই আমাকে আরও ভালো মানুষ হতে শেখায়।"
Vishal Brahma: নায়কের কেরিয়ারে কলঙ্ক, কোটি কোটি টাকার মাদক উদ্ধার, পুলিশের জালে অভিনেতা
রাঘব হেসে পরিণীতির কথাকে 'অত্যন্ত মিষ্টি' বলে প্রশংসা করেন, তারপর প্রশ্ন করেন, “আমাদের মধ্যে কে বেশি রোমান্টিক?” পরিণীতি হাসিমুখে তার উত্তরের অপেক্ষা করছিলেন, এবং রাঘব সঙ্গে সঙ্গেই বলেন, “আমি!” যার জবাবে পরিণীতি হেসে বলেন, “রাঘবের রোমান্স মানে আগ্রাসী যত্ন। বকে বকে খেয়াল রাখে ও। যত্ন নেওয়ার সময়ই সে বকাবকি করে!”
উল্লেখ্য, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২৩ সালে, যখন তাঁদের একসঙ্গে ডিনারের পর রেস্তোরাঁর বাইরে দেখা যায়। একই বছরের শেষের দিকে, রাজস্থানের উদয়পুরে এক অন্তরঙ্গ কিন্তু আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তারা বিয়ে করেন। ২০২৫ সালে এই দম্পতি আনন্দের খবর দেন। তাঁরা তাঁদের প্রথম সন্তানের আসার অপেক্ষায়, এমনটাই জানান। এক যৌথ ইনস্টাগ্রাম পোস্টে পরিণীতি ও রাঘব লেখেন, "আমাদের ছোট্ট মহাবিশ্ব আসছে... সীমাহীন কৃতজ্ঞতা ঈশ্বরের কাছে।"