/indian-express-bangla/media/media_files/2025/05/16/ppqDhAnCYZEpH3DqGpTb.jpg)
ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার শিল্পী...
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবির অভিনেতা বিশাল ব্রহ্মাকে সোমবার চেন্নাই বিমানবন্দর থেকে প্রায় ৪০ কোটি টাকার মাদক দ্রব্য, মেথাকুয়ালোন নিয়ে গ্রেফতার করা হয়েছে।
ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, এআই ৩৪৭ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে চেন্নাই ফেরার সময় বিশালকে বিমানবন্দরে আটক করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শীর্ষ কর্মকর্তারা তার ট্রলির নীচে লুকানো, একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩.৫ কেজি কোকেন উদ্ধার করেছেন। পরবর্তীতে একটি ফিল্ড টেস্টে নিশ্চিত হয় যে, ওই সাদা পাউডার আসল কোকেন।
Zubeen Garg Demise: গ্রেফতার আরও ২, জুবিনের মৃত্যু ঘিরে ঘনীভুত হচ্ছে রহস্য
সূত্র জানিয়েছে, বিশালকে একটি নাইজেরিয়ান গ্যাং নিজেদের কাজে ব্যবহার করেছিল। তাকে কম্বোডিয়ায় ছুটি কাটানোর প্রলোভন দেখানো হয় এবং ফেরার সময় মাদক ভর্তি ট্রলি বহন করতে বলা হয়। পুলিশ বর্তমানে অভিযুক্ত নাইজেরিয়ান গ্যাংকে খুঁজে বের করার চেষ্টা করছে।
এর আগে মাদকদ্রব্য আইনে কলিউড অভিনেতা কৃষ্ণা ও শ্রীকান্তকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, মাদক বিক্রি, চাকরি কেলেঙ্কারি এবং জমি দখলের সঙ্গে একটি বড় চক্র জড়িত। পুলিশের মতে, এই চক্রের সদস্যরা কল ডিটেইলস এবং লোকেশন ব্যবহার করে টাকা তুলেছে। অভিযানের অংশ হিসেবে মাদুরাইয়ের সশস্ত্র রিজার্ভ হেড কনস্টেবল সেন্থিলকেও আটক করা হয়েছে।
বিশাল ব্রহ্মা, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-এ পার্শ্ব চরিত্রে ছিলেন। তিনি ছাড়াও, টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া এই ছবিতে কাজ করেছেন। তিনি সম্রাট নামের ছবিতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।