SSC দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি টাকা (ED seizes Rs 20 cr from house of Partha Chatterjee’s aide), ৫০ লক্ষের সোনা ও ২০টি মোবাইল ফোন। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ ও মডেল-নায়িকা অর্পিতা। সেই প্রসঙ্গ টেনেই এবার ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
Advertisment
শুক্রবার রাতেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়ের ছবি শেয়ার করে শ্রীলেখা বলেছিলেন, “১ কোটি আমাদের দিয়ে ধরা পড়লে কী এমন হত! কোটি কোটি পেন্নাম টিম জয় বাংলা।” বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রীর এমন রসিক মন্তব্য নজর এড়ায়নি নেটপাড়ার। রাজ্যের শাসকদলকে কটাক্ষ-সমালোচনা তো চলছিলই, এবার এসবের মাঝেই বাংলার সিনে ইন্ডাস্ট্রিকে জড়িয়ে বিস্ফোরক দাবি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra Reacts to Partha Arpita issue)।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে আর্জি জানিয়ে শ্রীলেখার মন্তব্য, "পুরনো কেসগুলো দেখুন ইডি। অনেকে আছেন একে-ওকে ধরে কেস ধামা চাপা দিয়েছেন। বিচার হোক এবার। ফিল্ম ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিরাও বাদ নয় এর থেকে। মনে আছে?"
Advertisment
এবার প্রশ্ন টলিউডের কোন তারকার উদ্দেশে শ্রীলেখার এমন মন্তব্য? জানতে ফোনে ধরা হয়েছিল অভিনেত্রীকে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে অভিনেত্রীর সাফ কথা, "আমজনতা সবাই জানেন, নারদা-সারদা কাণ্ডে কাদের নাম জড়িয়েছিল। কোন তারকাদের বাড়িতে গোয়েন্দা আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন। কাজেই আমার আর আলাদা করে বোধহয় নাম উল্লেখ করতে হবে না টলিউডের সেই তারকাদের। সবাই সবটা জানেন। সবে তো হিমশৈলের চূড়ামাত্র! খতিয়ে দেখুক ইডি।"