Advertisment
Presenting Partner
Desktop GIF

ডার্ক নেটের প্রভাব পড়ছে জীবনে, কতটা সুরক্ষা দিতে পারবে 'পাসওয়ার্ড'? 

সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার। ধর্মতলায় জনসাধারণের মধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে আনলেন প্রযোজক-অভিনেতা দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

'পাসওয়ার্ড' ছবিতে দেব। ফোটো- ইনস্টাগ্রাম

জীবন মোড়া ওয়েবের বেড়াজালে। দিবারাত্র মানুষের সবথেকে বড় নির্ভরশীলতা ইন্টারনেট। কিন্তু কেবলমাত্র ইন্টারনেটের সারফেসের যাতায়াত রয়েছে আম জনতার। নেটের ৭৫ শতাংশ অংশে পৌঁছতেই পারিনা, আর এটাকেই বলা হয় ডার্ক ওয়েব। এই বিষয়েই সচেতনতা বৃদ্ধি করবে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'পাসওয়ার্ড'।

Advertisment

সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার। ধর্মতলায় জনসাধারণের মধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে আনলেন প্রযোজক-অভিনেতা দেব। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পাওলি দাম এবং আদৃত। একসঙ্গে দুটো ছবির ঘোষণা করেছিল দেব এন্টারটেনমেন্ট- ‘পাসওয়ার্ড’ এবং ‘হবুচন্দ্র রাজ গবুচন্দ্র মন্ত্রী’।

আরও পড়ুন, তিন নায়িকার তিন নতুন ধারাবাহিক, রাত আটটা থেকে সাড়ে নটা

ডার্ক ওয়েব নিয়ে তৈরি এই ছবিতে প্রধান পাঁচটি চরিত্র। তাতে দেখা যাবে দেব, পাওলি, রুক্মিণী (নিশা), পরমব্রত (ইসমাইলভ)ও অদৃতকে। ছবিটা সম্পর্কে দেব আগে বলেছিলেন, “একটা ছবি ৩০০ বছর আগের ছবি, সঙ্গে সঙ্গে পরেরটা সময়ের চেয়ে এগিয়ে। অনলাইন ফ্রড এবং ডার্ক ওয়েব মানুষের অন্ধকার ভবিষ্যত।” পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “ডিজিটাল সার্ভিলেন্স বা প্রযুক্তি প্রহরার ওপর ছবিটা তৈরি করছি। দেব এগিয়ে এসেছে এটাই অকল্পনীয়।”

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় আগে ছবিটা নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, “ডিজিটাল সার্ভিলেন্স বা প্রযুক্তি প্রহরার ওপর ছবিটা তৈরি করছি। দেব এগিয়ে এসেছে এটাই অকল্পনীয়।” ছবির চিত্রনাট্য তৈরি করেছেন রানা। সঙ্গীতপরিচালনায় স্যাভি। পুজোয় মুক্তি পাচ্ছে 'পাসওয়ার্ড'।

Dev Rukmini kamaleswar mukharjee paoli dam parambarata chatterjee Bengali Cinema
Advertisment