সানিয়া মলহোত্রা ও রাধিকা মাদানের যুদ্ধ অন্য মোড় নিয়েছে

বিশাল ভরদ্বাজের পটাকা ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে প্রথম ট্রেলারটা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়।

বিশাল ভরদ্বাজের পটাকা ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে প্রথম ট্রেলারটা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পটাকা ছবিতে অভিনয় করেছেন সানিয়া মলহোত্রা,-রাধিকা মাদান

বিশাল ভরদ্বাজের 'পটাকা' ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে প্রথম ট্রেলারটা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়। ট্রেলারে দেখা যাবে সুনীল গ্রোভার, রাধিকা মাদান, সানিয়া মলহোত্রা নিজেদের পারিবারিক সমস্যার সমাধানে ব্যস্ত। ছবিতে সানিয়া ও রাধিকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন বিজয় রাজ। ট্রেলারের ঝলকে দেখা যায়, তিনি দুই কন্যার কাছ থেকে শপছ নিচ্ছেন, এক বাড়িতে বিয়ে হয়ে গেলেও তারা যেন অকারণে ঝগড়া না করে। যদিও বধিরের ভূমিকায় অভিনয় করেছেন বিজয়।

Advertisment

কিন্তু দুর্ভাগ্যবশত, মন হয় ছবির পুরো প্লটটাই দর্শকদের সামনে চলে এল চার মিনিটের দ্বিতীয় ট্রেলারের পর। সম্প্রতি সুনীল গ্রোভার ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বলেছেন এই পরিচালকের সঙ্গে কাজ করা ও কাজটা পাওয়ার জার্নির কথা। তিনি বলেন, ''আমি ভীষণ খুশি ও নিজেকে ভাগ্যবান মনে করি যে ওঁর সঙ্গে কাজ করতে পেরেছি। তিনি যে ধরনের ছবি করেন, যেভাবে ছবির ট্রিটমেন্ট করেন, সেটা খুব সুন্দর।"

আরও পড়ুন, বিহার হাইকোর্টের আদেশে এফআইআর দায়ের টিম লাভরাত্রীর বিরুদ্ধে

তবে দ্বিতীয় অধ্যায়ের আগে এটাই ছিল ছবির প্রথম ঝলক-

Advertisment

আরও পড়ুন, জাফিরার ভূমিকায় স্তম্ভিত করল ফতিমা সানা শেখের এই লুক

এর আগে 'দঙ্গল' ছবিতে বলিউডে ডেবিউ করেছেন সানিয়া মলহোত্রা। 'পটাকা' ছবিতে অভিনয় করেছেন সানিয়া মলহোত্রা, রাধিকা মাদান, বিজয় রাজ, নমিত দাস, অভিষেক দুহান এবং সানন্দ বর্মা। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। ছবির সহ-প্রযোজনাও করেছেন বিশাল ভরদ্বাজ প্রোডাকশনস।

bollywood movie