Patal Lok S2: ৫ বছর। ২০২০ সালে রিলিজ করছিল পাতাল লোক, তারপর ঠিক গুনে গুনে ৫ বছর। আর সিজন ২ আসছে খুব শীঘ্রই। আজই রিলিজ হয়েছে তাঁর ট্রেলার। আর এই সিরিজ, প্রথম ভাগে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয় করেছিলেন জয়দীপ আহলাওয়াত, স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, রাজেশ শর্মা, নিরাজ কবি এবং অন্যান্য।
আর এবারও সিরিজের দ্বিতীয় ভাগে রয়েছেন জয়দীপ ( Jaideep Ahlawat )। হাতিরাম চৌধুরী থ্রিলার সিরিজের নিদারুণ জনপ্রিয় চরিত্র। দিল্লিতে ঘটে যাওয়া এক খুন ঘিরেই এই গল্প। জনাথন থোম নামক এক ব্যবসায়ী, যিনি নাগাল্যান্ড ডেমোক্রেটিক ফোরামের নির্মাতা, তাঁকে দিল্লিতে খুন হতে হয়। এবং যথারীতি সেই রহস্য উদঘাটনের দায়িত্ব এসে পরে হাতিরামের হাতে। নাগা সম্প্রদায়ের সেই মানুষটিকে কেন এভাবে মরে যেতে হল, সেটি খুঁজতেই তিনি পাড়ি দেন সেখানে।
কিন্তু, তাঁর আগে যেই তদন্ত শুরু হয়, দেখা যায় একজনের প্রতি সন্দেহের রেশ, যাকে নিয়ে আগে থেকেই হেড কোয়ার্টার সতর্কতা জানিয়েছিল। কেসের সুরাহা করতে জোনাথনের আঁতুড়ঘর নাগাল্যান্ডে পৌঁছে যান তিনি। সঙ্গে অবশ্যই দুই সঙ্গী, তিলোত্তমা সোম ( Tilottama Shome ) এবং ঈশ্বক সিং ( ঈমান আনসারী )। তিনজনে মিলে নানা ক্লু খুঁজে পেলেও, প্রত্যেকটা সিরিজের মত এবারও একই জিনিস ঘটতে থাকে। একটা করে রহস্যের গিট খুলতে থাকে, এবং অন্যদিকে...
সেই রহস্যের সঙ্গে জুড়ে আছেন যারা, তাঁরা প্রাণ হারাতে থাকেন। একদম অন্য একটা জায়গায়, ভিন্ন মানুষ এবং ভিন্ন সংস্কৃতির মানুষদের মধ্যে থেকে তাঁদেরই একজনের রহস্য মৃত্যুর তদন্ত করা নেহাত সহজ কাজ নয়। একারণে, এক পুলিশ অফিসারকে কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, সেই গল্পই বলবে পাতাল লোক সিজন ২। এমনকি, রহস্য এবং রোমাঞ্চের আড়ালে তাঁকে দেখা যায় ধীরে ধীরে একদম নরকের দিকে পৌঁছে যাচ্ছেন তিনি। কিন্তু, ইন্সপেক্টর হাতিরাম যে পাতাল লোকের চিরাচরিত বাসিন্দা সেকথা তিনি সাফ জানিয়ে দেন।
এককথায়, যাদের থ্রিলার খুব পছন্দ তাঁদের ফের একবার এই সিরিজ আনন্দ দিতে চলেছে। গতবারের সিরিজ আবর্তিত হয়েছিল, এক সাংবাদিকের মৃত্যু নিয়ে। আর এবার এক শিল্পপতির মৃত্যু। এর সঙ্গে জুড়ে আছে তাঁর ব্যক্তিগত জীবনের নানা যোগসূত্র। পুলিশ - খুনি এবং তথাকথিত মিডিল ম্যান সব মিলিয়ে এই সিরিজ যে রহস্যে পরিপূর্ণ হতে চলেছে, সেকথা প্রমাণিত ট্রেলারেই।