/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/patralekha.jpg)
রাজকুমার-পত্রলেখা
Rajkummar Rao-Patralekha Wedding: বিয়ের অনুষ্ঠান সেরে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই নবদম্পতিকে পাকড়াও করলেন পাপ্পারাজিরা। ফেরাননি রাজকুমার-পত্রলেখাও। তাঁদের আবদার মতোই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আর সেখানেই নবপরিণীতা পত্রলেখাকে দেখে ডাক-- "ও বউদি এদিকে তাকান…"। 'ম্যাডাম' থেকে সদ্য 'ভাবিজি'র তকমা পাওয়া অভিনেত্রী আর হাসি চেপে রাখতে পারলেন না। আর সেই রসিক ভিডিওতেই এখন নেটদুনিয়ায় হাসির রোল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/raj-1.jpg)
ভাইরাল ভিডিওতে দেখা গেল সদ্য বিবাহিতা তারকাদম্পতি পত্রলেখা পল (Patralekhaa) ও রাজকুমার রাও (Rajkummar Rao) বিমানবন্দরে থেকে বেরচ্ছেন। অভিনেত্রীর পরনে লাল রঙের শাড়ি। গলায় মঙ্গলসূত্র। একেবারে ছিমছাছাম সাজ। আর রাজকুমারের পরনে সাদা সুতোর কাজ করা শার্ট-প্যান্ট। চোখে রোদচশমা। স্ত্রীকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন অভিনেতা। আচমকাই এক ফটোগ্রাফার চেঁচিয়ে ওঠেন- "বউদি একটু এদিকেও তাকান প্লিজ…"। তৎক্ষণাৎ স্বামীর বুকে মাথা রেখে লাজুকভাবে হাসতে শুরু করেন পত্রলেখা। রাজকুমারও এহেন কাণ্ডে হেসে খুন।
<আরও পড়ুন: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা, শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়>
১৫ নভেম্বর, সোমবারই চণ্ডীগড়ে সাত পাকে বাধা পড়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা পল। সাক্ষী বলতে দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। বাগদান পর্ব থেকে, গায়ে হলুদ, ছাদনাতলা, রিসেপশন সবকটা অনুষ্ঠানেই নাচ-গান, রসিকতায় বাজিমাত করে দিয়েছেন বলিউডের এই তারকাদম্পতি। পরিচালক ফারহা খান ছিলেন পাত্রপক্ষে। রাজকুমারকে বিয়ের শেহেরা বেঁধে দেন তিনিই।
বিগত তিন দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উত্তেজনার পারদ চড়িয়ে যাচ্ছে রাজকুমার-পত্রলেখার বিয়ের ছবি-ভিডিও। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন