/indian-express-bangla/media/media_files/2025/10/10/newman-2025-10-10-14-18-32.jpg)
প্রয়াত অভিনেত্রী...
Susan Kendall Newman: পল নিউম্যানের কন্যা, অভিনেত্রী ও সমাজকর্মী সুসান কেন্ডাল নিউম্যান আর নেই। দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে, বহুদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি ২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "সুসান কেন্ডাল নিউম্যান তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, উদারতা, ভালবাসা এবং পরিবার ও বন্ধুদের প্রতি গভীর নিষ্ঠার জন্য চিরস্মরণীয় থাকবেন। তাঁকে গভীরভাবে মিস করবেন সবাই।" সুসান ছিলেন অভিনেত্রী, এমি-মনোনীত প্রযোজক এবং সমাজকর্মী। পাশাপাশি ছিলেন কিংবদন্তি অভিনেতা পল নিউম্যান ও তাঁর প্রথম স্ত্রী জ্যাকি উইটের জ্যেষ্ঠ কন্যা।
Saif Ali Khan Childhood: পতৌদি নবাব হয়েও বাবার পকেট থেকে টাকা চুরি! শৈশবের সংগ্রাম নিয়ে সোজাসাপটা সইফ
তিনি সর্বাধিক পরিচিত, ১৯৭৮ সালের ‘I Wanna Hold Your Hand’ সিনেমার জন্য। রবার্ট জেমেকিস পরিচালিত ও সহলিখিত এই বিটলস-শ্রদ্ধাঞ্জলি ছবিতে, সুসান অভিনয় করেছিলেন এক তরুণীর চরিত্রে, যিনি দ্য এড সুলিভান শো-তে ব্যান্ডটির প্রথম পারফরম্যান্স দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।
এর আগে, ১৯৭৫ সালে তিনি ব্রডওয়েতে জেরি অ্যাডলার পরিচালিত ‘We Interrupt This Program...’ নাটকে অভিনয় করেছিলেন। তবে পরীক্ষামূলক সেই প্রযোজনাটির সঙ্গে এমন এক ঘটনা ঘটে। শোনা যায়, বন্দুকধারীরা দর্শকদের মধ্যে ঢুকে পড়ে নাটকের সময় থিয়েটার দখল করে নেয়। মাত্র সাতটি প্রদর্শনীর পর বন্ধ হয়ে যায়।
১৯৮০ সালে সুসান প্রযোজনা করেন, মাইকেল ক্রিস্টোফারের পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ‘The Shadow Box’-এর এবিসি থিয়েটার সংস্করণ, যা পরিচালনা করেছিলেন তাঁর বাবা পল নিউম্যান এবং অভিনয় করেছিলেন তাঁর সৎ মা, অস্কারজয়ী জোয়ান উডওয়ার্ড। সুসান কেন্ডাল নিউম্যানের প্রয়াণে হলিউডের অনেকে শোকপ্রকাশ করেছেন, তাঁকে স্মরণ করছেন এক নিবেদিতপ্রাণ শিল্পী ও সহানুভূতিশীল মানুষ হিসেবে।