Advertisment

পাভেলের গল্পেই পর্দায় বাজিমাৎ আয়ুষ্মান খুরানার

'বালা'-র টিজার দর্শকের আগ্রহ উদ্রেক করেছে কয়েকগুণ। তবে এই গল্পের জনক কিন্তু পরিচালক পাভেল। তাঁর পরিচালিত ছবি 'রসগোল্লা' মুক্তির আগেই জানা গিয়েছিল আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
bala

'বালা'-র গল্প পাভেলের মস্তিষ্কপ্রসূত। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

একের পর এক দুর্দান্ত কনটেন্টর ছবি করে ক্রমশই বলিউডের সামনের সারিতে নিজের জায়গা পাকা করে ফেলেছেন আয়ুষ্মান খুরানা। 'অন্ধাধুন', 'আর্টিকেল ফিফটিন' কিংবা সদ্য প্রকাশিত 'ড্রিম গার্ল'-এর ট্রেলার নিয়ে চর্চা এখনও শেষ হয়নি তার মধ্যেই অভিনেতার নতুন ছবি 'বালা'-র টিজার হইচই ফেলে দিয়েছে। অকালে  পড়ে যাওয়া টাকের মেরামরিতে হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা জনপ্রিয় সেকথা আর বলে বোঝাতে হবেনা। সুতরাং, বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন।

Advertisment

'বালা' ছবিটির চিত্রনাট্য এই মর্মেই লেখা। টিজারে স্ত্রিপ্টের প্রতিফলন দর্শকের আগ্রহ উদ্রেক করেছে কয়েকগুণ। তবে এই গল্পের জনক কিন্তু পরিচালক পাভেল। তাঁর পরিচালিত ছবি 'রসগোল্লা' মুক্তির আগেই জানা গিয়েছিল আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। তবে পরিচালনা নাকি অন্যভূমিকায় তা বোঝা যায়নি। রহস্য উদঘাটন হল টিজার প্রকাশের পরে। 'বালা'-র আসল গল্প পাভেলের মস্তিষ্কপ্রসূত। পরে সেই কাহিনিকে চিত্রনাট্য়ে পরিণত করেছেন নীরেন ভাট।

আরও পড়ুন, ‘তেরি মেরি কাহানি’ অসাধারণ গেয়েছেন রানু: হিমেশ রেশমিয়া

‘বাবার নাম গান্ধীজি’ ছবি দিয়েই সিনেমা জগতে প্রবেশ পাভেলের। পরে আরও কিছু কাজ করেন। তবে ‘রসগোল্লা’ প্রায় রাতারাতি জনপ্রিয় করেছে পরিচালককে। 'বালা'-য় ফের একবার একসঙ্গে কাজ করেছেন আয়ুষ্মান এবং ভূমি। ছবিটা সম্পর্কে প্রযোজক দিনেশ ভিজান বলেছিলেন,  ”এটা হাসির ছবি। কিন্তু একইসঙ্গে ছবিটা আপনাকে ভাবাবে। এই চরিত্র দুটোর সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারবে”।

তবে এই ধরনের চরিত্রে অভিয়ন করা আয়ুষ্মান খুরানার জন্য খুব একটা নতুন নয়। বারবার তিনি এমন কোন বিষয়ের ছবিতে কাজ করেন যা সামাজিক জড়তাকে বিনষ্ট করার কথাই বলে। আয়ুষ্মান-ভূমির প্রথম ছবিই বডি শেমিংয়ের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি যে 'ভিকি ডোনার' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি, সেখানে স্পার্ম ডোনারের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

Ayushmann Khurrana bollywood movie Bhumi Pednekar
Advertisment