/indian-express-bangla/media/media_files/2025/10/09/cats-2025-10-09-16-12-13.jpg)
মারাত্মক অভিযোগ
Jyoti Singh Abortion Pills: ভোজপুরী অভিনেতা-রাজনীতিবিদ পবন সিং-কে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। দিন কয়েক আগে অভিনেত্রী অঞ্জলি রাঘবকে খারাপভাবে স্পর্শ করার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে অবশ্য সেই অশালীন আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন পবন। নিজের স্ত্রী জ্যোতি সিংকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভিডিওবার্তায় হাঁপুস নয়নে কেঁদে স্বামীর পরকীয়া-অত্যাচারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন পবন সিংয়ের দ্বিতীয় স্ত্রী জ্যোতি। এবার পবন সিংয়ের বিরুদ্ধে আরও ভয়ংকর অভিযোগ আনলেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সাংবাদিক সম্মেলনে জ্যোতি সিং দাবি করেছেন, তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন পবন। জোর করে ওষুধ খাওয়ানো, শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করেছিলেন পবন।
আরও পড়ুন বিহারে ভোটের আগে পবনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, ঘরছাড়া করেছেন স্ত্রীকে! আত্মহত্যার হুমকি জ্যোতির
জ্যোতি সিংয়ের প্রশ্ন , 'তিনি (পবন) যদি সত্যিই সন্তান চেয়েছিলেন তাহলে নিজের স্ত্রীকে ওষুধ কেন দিতেন? উনি বলছেন সন্তান চেয়েছিলেন। কিন্তু যে ব্যক্তি সন্তান চায় সে তো স্ত্রীকে ওষুধ দেয় না। আমাকে বারবার ওষুধ দেওয়া হয়েছে। আমি এতদিন অনেক কিছু সংবাদমাধ্যমকে বলিনি। কিন্তু আজ পবনজি আমাকে বাধ্য করেছেন। আমি ওকে বদনাম করছি না, শুধু নিজের কথাগুলো বলছি।'তিনি আরও বলেন, 'যখন পবনজি আমাকে এই ওষুধ থেকে বাধ্য করতেন তখন আমি প্রতিবাদ করেছিলাম। আমাকে এতটাই মানসিকভাবে নির্যাতন করেছিলেন যে আমি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম। রাত দু'টোর সময় আমি ২৫টা ঘুমের ওষুধ খেয়েছিলাম।'
জ্যোতির দাবি, সেই সময় পবনের ভাই রানু ও তাঁর টিমের সদস্য দীপক উপস্থিত ছিলেন। তাঁরাই তাকে মুম্বইয়ের অন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা হয়। পবন সিং গর্ভপাতের ওষুধ দিতেন বলেও গুরুতর অভিযোগ করেন জ্যোতি সিং। সম্প্রতি বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার পর পবন সিং বুধবার সাংবাদিকদের বলেন, 'আমাদের মামলা গত তিন-চার বছর ধরে চলছে। আপনি (জ্যোতি সিং) আজ হঠাৎ এত প্রেম-স্নেহ দেখাচ্ছেন কেন? কেমন স্নেহ এটা? একে আমরা রাজনীতি বলি। আমাকে বিরক্ত করার চেষ্টা।'
পবন অভিযোগ করেন, তাঁর স্ত্রী এখন শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে বিপদে ফেলতে চাইছেন। বিতর্কের সূচনা হয় যখন জ্যোতি পবনের বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। পরে পবন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন। তিনি জানান, পুলিশ তাঁর বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য উপস্থিত ছিল। তিনি নিজে কাউকে ডাকেননি। স্ত্রীর বিরুদ্ধে ভুল তথ্য রটানোর অভিযোগ করেছেন পবন। তাঁর বক্তব্য, জ্যোতি নিজের স্বার্থে জনসমক্ষে এই বিতর্ক তৈরি করছেন। তিনি আরও বলেন, 'পারিবারিক ঝগড়া পরিবারেই থাকা উচিত, রাস্তায় নয়।'
আরও পড়ুন মেয়ের নামকরণে কোরানের ছোঁয়া, আরবাজ-সুরহার লক্ষ্মীছানার নামের অর্থ কী?