Arbaaz-Sshura Baby Name: মেয়ের নামকরণে কোরানের ছোঁয়া, আরবাজ-সুরহার লক্ষ্মীছানার নামের অর্থ কী?

Arbaaz Khan Sshura Khan baby Girl Name: জন্মের পরই সদ্যোজাতর নাম ঘোষণা। রাজকন্যার কী নাম রাখলেন আরবাজ-সুরহা? আর সেই নামের অর্থই বা কী? জেনে নিন বিস্তারিত।

Arbaaz Khan Sshura Khan baby Girl Name: জন্মের পরই সদ্যোজাতর নাম ঘোষণা। রাজকন্যার কী নাম রাখলেন আরবাজ-সুরহা? আর সেই নামের অর্থই বা কী? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

নামের অর্থ কী?

Arbaaz Khan Sshura Khan Daughter Name Meaning: ৪ অক্টোবর শনিবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরবাজ ঘরনি সুরহা খান। রবিবাসরীয় ছুটির দিনে সেলেব দম্পতির কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। খানদান পরিবারে রাজকন্যার পদধূলি পড়তেই খুশিতে ডগমগ প্রত্যেকে। সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে আরবাজের রওনা দেওয়ার ভিডি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

 স্ত্রীর অন্তঃসত্ত্বার খবর অনেকদিন গোপন রখার পর সত্যতা স্বীকার করেছিলেন আরবাজ। ৪ অক্টোবর হাসপাতালের বাইরে আরহাজ-সুপরহার উপস্থিতিতে সুখবর আসন্ন সেই বিষয়ে সিংহভাগ নিশ্চিত ছিল সেলেব প্যাপ থেকে অনুরাগীরা। অবশেষে ৫ অক্টোবর দুই থেকে তিন হলেন আরবাজ-সুরহা। জন্মের পরই নাম ঘোষণা করলেন নিউলি পেরেন্টস।

Advertisment

আরবাজ-সুরহা যৌথভাবে ইনস্টাগ্রাম পোস্টে নতুন জার্নির আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ইনস্টা হ্যান্ডেলে লিখেছেন,   'ছোট্ট কন্যা সিপারা খানকে স্বাগত। আরবাজ ও সুরহার তরফে অনেক ভালবাসা। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, 'আলহামদুলিল্লাহ'। সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি।

সিপরা শব্দের অর্থ কী? হিন্দিতে কোরানের ৩০ ভাগের এক ভাগকে বোঝানো হয়। এছাড়াও আরবিতে সিপারা শব্দের অর্থ একজন সুন্দরী নারী। ফরাসিতে এর অর্থ একটি ফুল। আর সেই ফুলের কুড়ি (আরবাজ-সুরহার মেয়ে)-কে কোলে নিয়ে সেলেব পাপারাজ্জিদের দিকে হাসিমুখে হাত নাড়েন আরবাজ। 

হাসপাতালে সুরহাকে দেখতে গিয়েছিলেন আরবাজের ভাই সোহেল খান ও সালমান খান। আরবাজের প্রথম পক্ষের সন্তান আরহান খানকেও একাধিকবার হাসপাতাল চত্ত্বরে দেখা গিয়েছে। এমনকী সুরহার সাধের অনুষ্ঠানেও এসেছিলেন আরবাজ-মালাইকার সন্তান। প্রসঙ্গত, ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরহা খানের সঙ্গে নিকহা সারেন আরবাজ। গর্ভাবস্থার খবর তাঁরা গোপন রেখেছিলেন দুজনেই। তবে বাবা হওয়ার দিন কয়েক আগে দ্য দিল্লি টাইমস-এর সঙ্গে সাক্ষাৎকারে আরবাজ নিজেই গুঞ্জনে সিলমোহর দেন। 

আরও পড়ুন খানদান পরিবারে ছোট্ট সোনার পদধূলি, পুত্র না কন্যা সন্তানের মা-বাবা হলেন আরবাজ-সুরহা?

খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ২২ বছর পর আবার বাবা হতে চলেছি। এটা আমাদের দু’জনের জীবনেই এক অসাধারণ অনুভূতি। আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন এই জীবনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সুরহা খানের সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আরবাজ খান।

 রংমিলান্তি হলুদ পোশাকে বেবি সাওয়ারের অনুষ্ঠানে আসেন নিউলি পেরেন্টস। অভিনেতার পরণে ছিল হলুদ শার্ট ও সাদা প্যান্ট। অন্যদিকে লম্বা হলুদ গাউনে সুরহা যেন একেবারে হলুদ পরী। খোলা চুল আর পশ্চিমী পোশাকে প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল। ক্যামেরার সামনে হাসিমুখে কিছু ছবির জন্য পোজ দেন সেলেব দম্পতি। 

আরও পড়ুন কাউন্টডাউন শুরু, সাধভক্ষণের পরই হাসপাতালে আরবাজের স্ত্রী সুরহা, ভাইরাল ভিডিও

Arbaaz Khan