/indian-express-bangla/media/media_files/2025/05/06/oiccZGqETBRGtBkbuUuG.jpg)
ICU-তে জনপ্রিয় সংগীতশিল্পী
Pawandeep Rajan Health Update After Accident: ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী সংগীতশিল্পী পবনদীপ রাজনকে নিশ্চয়ই মনে আছে। গানের মঞ্চে তাঁর সংগীতের মূর্চ্ছনায় দোলে আসমুদ্র হিমাচল। ৫ মে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন সেই ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে দিল্লি আসার পথে ভোরবেলা তিনটে বেজে ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম হয়েছেন শিল্পী। শরীরে একাধিক আঘাত লেগেছে সেই সঙ্গে রয়েছে অনেক ফ্র্যাকচারও। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন সংগীতশিল্পী। সোমবার রাতেই অস্ত্রোপচার হয়েছে। পরবর্তী অস্ত্রোপচার হবে তিন থেকে চারদিন পর। পবনের শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ভক্তরা।
Indian Idol 12 winner Pawandeep Rajan injured in a car accident 😰 #indianidol#PawandeepRajan#Trending#viralvideo#uttarakhand#accident#indionidolwinner#LatestNewspic.twitter.com/enxJ52q5ke
— Shubhangi Bhatt (@ShubhangiBhatt7) May 5, 2025
মঙ্গলবার সকালে ইন্ডিয়ান আইডল সিজন ১২ খ্যাত পবনের টিমের তরফে তাঁর হেলথ আপডেট দেওয়া হয়েছে। যেখানে লেখা, 'নমস্কার, ৫ মে পবনদীপ রাজন মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে দিল্লি আসছিলেন। বিমান ধরে আহমেদাবাদে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তার মাঝেই এই ঘটনাটি ঘটেছে। নিকটবর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে। শরীরের অনেকগুলো ক্ষত হয়েছে সেই সঙ্গে ফ্র্যাকচারও হয়েছে।'
পরিবারের বর্কমান পরিস্থিতির কথা উল্লেখ করে জানানো হয়েছে, 'গতকাল ওঁর পরিবার ওাছের মানুষদের জন্য খুব খারাপ একটা দিন ছিল। পুরো দিন অতৈচন্য অবস্থাতেও মারাত্মক যন্ত্রণায় ছটফট করেছেন। শারীরিক পরীক্ষার পর সন্ধ্যা সাতটার সময় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৬ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে আঅইসিইউ-তে রয়েছেন। তিন থেকে চারদিন পর আরও একটি অস্ত্রোপচার হবে। ভক্ত, শুভাকাঙ্খীদের ভালবাসা-আশীর্বাদেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। প্রত্যেককে অন্তর থেকে ধন্যবাদ। ওঁর দ্রুত আরোগ্যর জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন।'
উল্লেখ্য, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গাড়িচালকের চোখ জুড়িয়ে এসেছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। অন্যদিকে চিকিৎসকরাও পবনদীপকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন। গায়কের দুর্ঘটানর খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে যুগলের ছবি শেয়ার করে গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন: মেট গালায় রাজকীয় সাজে শিখ ধর্মের ঐতিহ্য বহন দিলজিৎ-র, প্রিয়াঙ্কার পোশাক সামলে ঠোঁটে ঠোঁট নিকের