অতিমারীর অবসাদ কাটিয়ে একটু একটু করে ছন্দে ফিরছে পাহাড়। পুজোর আগে থেকেই ভীড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। টেলিপাড়ার তারকা-দম্পতি পায়েল দে (Payel De) ও দ্বৈপায়ণ দাসও (Dwaipayan Das) পরিবার নিয়ে গিয়েছিলেন দিন কয়েক নিভৃতে ছুটি কাটানোর জন্য। কিন্তু প্রকৃতির কোলে দু-দণ্ড জুড়নোর খোঁজে গিয়ে যে এমন বিপদে পড়তে হবে! তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি পায়েল-দ্বৈপায়ণরা।
Advertisment
সে কী ভয়ংকর অবস্থা! পায়েলের কথায়, দু-দিন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পরই তৃতীয়দিন থেকে শুরু হল ভারী বৃষ্টি। কারেন্ট নেই গোটা পাহাড়-জুড়ে। লোডশেডিং। গিয়েছিলেন কালিম্পং থেকে ২১ কিলোমিটার দূরের একটি নির্জন গ্রামে। দুর্যোগ শুরু হল একদিন পর থেকে। চারিদিকে ঘুঁটঘুঁটে অন্ধকার। ফোনে চার্জ নেই। কারও সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। এদিকে সঙ্গে পরিবারের সবথেকে খুদে সদস্য অর্থাৎ পায়েল-দ্বৈপায়ণের ছেলে মেরাক। আর শ্বশুর-শাশুড়ি। নিরাপদে সকলকে নিয়ে বাড়ি ফিরতে পারলেই বাঁচেন, তখন এই একটা চিন্তাই মাথায় ঘুরছিল দু'জনের।