কালজয়ী ব্যান্ড 'পিঙ্ক ফ্লয়েড', প্রতিবাদী গানে বিশ্বের ভীত নাড়িয়ে দেওয়ার অন্যতম নাম, এদিন আবারও নিজের স্বতন্ত্রতার প্রমাণ দিল। সবার সামনে পিঙ্ক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা এবং গিটারিস্ট রজার ওয়াটার্স সম্প্রতি পাঠ করলেন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী কবিতা ''সব ইয়াদ রাখা জায়েগা''।
Advertisment
লন্ডনের একটি ইভেন্টে জনপ্রিয় মিউজিশিয়ান উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা-সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে সোচ্চার হন। আমির আজিজের কবিতার ইংরাজী অনুবাদ পড়েন এবং বলেন, আজিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ফ্যাসিবাদী ও জাতিবিদ্বেষী নাগরিকত্ব আইন'- এর বিরুদ্ধে লড়াই করছে।
রজার আরও বলেন, ''এই ছেলের ভবিষ্যত উজ্জ্বল।'' তাঁর বিবৃতি ও আমির আজিজের কবিতা পছন্দ করেছন ইভেন্টে উপস্থিত জনতা। রজারের কবিতা পাঠ করার ভিডিও সোশাল মিডিয়ায় আসার পরই ছড়িয়ে পড়ে।
আমির আজিজের কবিতা:
দু'মাস আগে, যখন দিল্লি প্রথমবার নাগরিকত্ব বিলের বিরোধীতার পথে নামে, তখন আমির আজিজের কলম থেকেই উৎপত্তি কবিতা ''সব ইয়াদ রাখা জায়েগা''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন