scorecardresearch

‘পিঙ্ক ফ্লয়েড’-এর রজার ওয়াটার্সের কণ্ঠে আমির আজিজের সিএএ বিরোধী কবিতা

দু’মাস আগে, যখন দিল্লি প্রথমবার নাগরিকত্ব বিলের বিরোধীতার পথে নামে, তখন আমির আজিজের কলম থেকেই উৎপত্তি কবিতা ”সব ইয়াদ রাখা জায়েগা”।

Roger Waters
বাঁ দিকে রজার ওয়াটার্স এবং ডানদিকে আমির আজিজ। ফোটো- ইনস্টাগ্রাম

কালজয়ী ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’, প্রতিবাদী গানে বিশ্বের ভীত নাড়িয়ে দেওয়ার অন্যতম নাম, এদিন আবারও নিজের স্বতন্ত্রতার প্রমাণ দিল। সবার সামনে পিঙ্ক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা এবং গিটারিস্ট রজার ওয়াটার্স সম্প্রতি পাঠ করলেন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী কবিতা ”সব ইয়াদ রাখা জায়েগা”।

লন্ডনের একটি ইভেন্টে জনপ্রিয় মিউজিশিয়ান উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা-সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে সোচ্চার হন। আমির আজিজের কবিতার ইংরাজী অনুবাদ পড়েন এবং বলেন, আজিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফ্যাসিবাদী ও জাতিবিদ্বেষী নাগরিকত্ব আইন’- এর বিরুদ্ধে লড়াই করছে।

দেখুন রজার ওয়াটার্সের সেই ভিডিও:

আরও পড়ুন, রণক্ষেত্র দিল্লি: নিন্দায় সরব বাংলার চলচ্চিত্র মহল

রজার আরও বলেন, ”এই ছেলের ভবিষ্যত উজ্জ্বল।” তাঁর বিবৃতি ও আমির আজিজের কবিতা পছন্দ করেছন ইভেন্টে উপস্থিত জনতা। রজারের কবিতা পাঠ করার ভিডিও সোশাল মিডিয়ায় আসার পরই ছড়িয়ে পড়ে।

আমির আজিজের কবিতা:

দু’মাস আগে, যখন দিল্লি প্রথমবার নাগরিকত্ব বিলের বিরোধীতার পথে নামে, তখন আমির আজিজের কলম থেকেই উৎপত্তি কবিতা ”সব ইয়াদ রাখা জায়েগা”।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Pink floyds roger waters recites aamir azizs sab yaad rakha jayega