Plane Crash in Bangladesh: ফের একবার বাংলাদেশ নিয়ে বড় খবর। দুপুর ১টা ৬ মিনিট নাগাদ রাজধানী ঢাকায় একটি কলেজের উপর ভেঙে পড়ে একটি বিমান। প্রথম আলো সূত্রে খবর, ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান - মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে। ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। এবং উদ্ধার কাজ অব্যাহত। বিমান বিধ্বস্ত হওয়ার পরেই মাইলস্টোন স্কুলে আগুন ধরে যায়।
প্রথমে খবর এসেছিল, আহত চারজনকে বিমানবাহিনী হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মাইলস্টোন কলেজে ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়ে বলেই অভিযোগ। সেখানে তিনটি ইউনিট কাজ করছে বলেই জানা যাচ্ছে। একথা, অনেকেই জানেন কিছুদিন আগেই এদেশে আহমেদাবাদে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। এবং সেখানে কেবল একজনই বেঁচে ফিরেছিলেন। বাকি সবাই ঝলসে যান। এখানেই শেষ না। সেই নিয়ে নানা কান্ড ঘটেছে। তবে, বাংলাদেশের এই ঘটনায় আতঙ্কে অনেক তারকাই। তারা প্রার্থনা করেছেন এই প্রসঙ্গে।
Hansika Motwani: ৩ বছরেই দাম্পত্যে অনীহা? ভাঙছে নায়িকার সংসার?
কেয়া পায়েল এই প্রসঙ্গে জানিয়েছেন, মাইলস্টোনের জন্য প্রার্থনা। আবার অন্যদিকে জিয়াউল ফারুক অপূর্ব বলছেন, "আমার প্রার্থনা রইল তাঁদের সঙ্গে। দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।" অন্যদিকে, অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজেও এই প্রসঙ্গে জানিয়েছেন। তিনি বলছেন, "এই ঘটনা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।" বাংলাদশের তারকারা এই ঘটনায় বেশ উদ্বিগ্ন। অন্যদিকে, ফারহান আহমেদ জোভান বলছেন...
"আল্লাহ তুমি বাচ্চাদের সহ সকলকে রক্ষা করো, মাফ করে দাও। মাইলস্টোন কলেজ ভবনের উপর ট্রেনিং বিমান বিধ্বস্ত!! শিক্ষক থেকে স্টাফ, অভিভাবক এবং ছাত্রদের জন্য প্রার্থনা রইল।" আর কী কী জানা যাচ্ছে এই প্রসঙ্গে? সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়ঙ্কর ঘটনায় আহত প্রায় ৫০ জন। ফায়ার ডিফেন্স এবং সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন। একের পর এক অ্যাম্বুলেন্স বেরোচ্ছে সেখান থেকে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।