কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে বৃহস্পতিবার পৌঁছেছিলেন রাজধানীতে, উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া। সে সব ভাল ভাবেই সম্পন্ন হয়েছিল কিন্তু বিপত্তি বাঁধল ফেরার সময়। অনুষ্ঠান শেষে এতো লোকের ভিড়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আশা ভোঁসলে। কোনদিক দিয়ে বেরোবেন বুঝে উঠতে পারছিলেন না। রাত্রি ৯টা নাগাদ অনুষ্ঠান শেষে তাঁকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এমন সময় কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানির চোখে পড়ে ঘটনাটি। অবশেষে রক্ষাকর্ত্রী হিসাবে এগিয়ে এলেন তিনি।
রাষ্ট্রপতি ভবন থেকে ফিরে টুইটারে আবেগঘন পোস্ট করেন আশা ভোঁসলে। ধন্যবাদ জানান স্মৃতি ইরানিকে। টুইটের উত্তরও দেন স্মৃতি।
আরও পড়ুন, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীতে ভিভে মুগ্ধ জয়া
তবে কেবলমাত্র আশা ভোঁসলেকে নয়, নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। টুইট করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান স্মৃতি।
তবে এদিন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আশা ভোঁসলে ছাড়াও উপস্থিত ছিলেন বহু তারকা। দিল্লিতে এই অনুষ্ঠানে দেখা মিলল রজনীকান্ত, করণ জোহর, সুশান্ত সিং রাজপুত, কঙ্গনা রানাওয়াত, শাহিদ কাপুর, রাজকুমার হিরানি, সানি দেওল, কপিল শর্মার মতো প্রথম সারির তারকাদের।
Read the full story in English