Advertisment
Presenting Partner
Desktop GIF

বিবেকের ‘মোদী অবতার’ দেখে হেসে খুন নেটিজেনরা

দেশের প্রধানমন্ত্রীর বেশে বলিপাড়ার বিবেক ওবেরয়ের অবতার এখন টক অফ দ্য টাউন। মোদীর বেশে বিবেককে নিয়ে মজাদার পোস্ট টুইটারে।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

দেশের প্রধানমন্ত্রীর বেশে বলিপাড়ার বিবেক ওবেরয়ের অবতার দেখে মজাদার পোস্ট টুইটারে। অলঙ্করণ: রাজন শর্মা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সেই সাদা ধবধবে চাপ দাড়ি, সেই চশমা, সেই পাঞ্জাবি, একেবারে যেন নরেন্দ্র মোদী। কিন্তু মোদীর চেহারার তুলনায় এই মোদী একটু ছিপছিপে।  মোদীর মতো ঠিক কিন্তু তাও মোদী নয়। আর এতেই বেড়েছে বিড়ম্বনা। হ্যাঁ, ঠিক ধরেছেন, মোদীর বায়োপিক নিয়েই কথা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর বেশে বলিপাড়ার বিবেক ওবেরয়ের অবতার এখন টক অফ দ্য টাউন। তবে তা নেহাতই ঠাট্টা-ইয়ার্কির বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোদীর বায়োপিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে। যে ছবির ফার্স্ট লুক প্রকাশ হতেই মোদীর বেশে বিবেককে নিয়ে মজাদার পোস্ট টুইটারে।

Advertisment

বিবেকের ‘মোদী অবতার’ দেখে নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘‘কেরিয়ারে নতুন জীবন খুঁজে পেলেন বিবেক ওবেরয়।’’ নরেন্দ্র মোদী ও মোদীর বেশে বিবেকের ছবির সঙ্গে নব্বইয়ের দশকের গান ও তার রিমিক্স নিয়ে মজা করেছেন এক নেটিজেন। কেউ আবার ২০০৭ সালের অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ও তার পরবর্তী সময়ের অজিবাহিনীর সঙ্গে তুলনা টেনেছেন। কারও আবার সোজাসাপটা প্রতিক্রিয়া, ‘‘না ওবেরয়, না মোদী, কারও মতোই দেখতে লাগছে না।’’ একজন নেটিজেন আবার মোদীর ছবির তলায় লিখেছেন #PMNarendraModi, আর মোদীর সাজে বিবেক ওবেরয়ের ছবির তলায় লিখেছেন, ‘‘অ্যাক্সিডেন্টাল #PMNarendraModi।’’ এমনই সব মাজাদার পোস্টে ছেয়ে গেছে টুইটার।

আরও পড়ুন, মোদী রূপে বিবেক ওবেরয়, মুক্তি পেল ফার্স্ট লুক

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। গতকালই মুম্বইয়ে এ ছবির ফার্স্ট লুক প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এ ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল পরেশ রাওয়ালের। কিন্তু ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ শুক্রবার টুইট করে জানিয়েছেন, বিবেক ওবেরয় নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করছেন। এই নিয়ে তিন নম্বর বায়োপিক তৈরি করছেন উমং কুমার, যিনি এর আগে জাতীয় পুরস্কার বিজয়ী ছবি ‘মেরি কম’, এবং ‘সরবজিত’ পরিচালনা করেছেন।

দেশের প্রধানমন্ত্রীর জীবনের উত্থান ও সফরের নানা দিক নিয়ে ছবির গল্প বোনা হয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এই ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন।

Read the full story in English

bollywood PM Narendra Modi bollywood movie
Advertisment