Advertisment
Presenting Partner
Desktop GIF

Allu Arjun Police Complaint : মুক্তির আগেই মহাবিপদ! আল্লুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ, কী ঘটালেন 'পুষ্পা'?

Allu Arjun : আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই বড় পর্দায় মুক্তি পাবে পুষ্পা ২। তার আগে সেলুলয়েডের পুষ্পা ওরফে আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Allu Arjun became a pan-Indian star after the success of Pushpa in 2021

আল্লুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

Allu Arjun Pushpa 2 : আগামী ৫ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় বহুপ্রতিক্ষীত মুভি পুষ্পা দ্য রুল বা পুষ্পা ২। দীর্ঘ তিন বছর অপেক্ষার পর দর্শকের প্রত্যাশা পূরণের সময় এসে গিয়েছে। আর মাত্র চার দিনের অপেক্ষা। ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে পুষ্পা ২-এর অগ্রিম বুকিং। যা দেখে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, ছবি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপি বক্স অফিসে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলবে। যখন পুষ্পা ২-এর ক্রেজ চোখে পড়ার মতো তখন এই ছবি ঘিরে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। সেন্সরের কাঁচিও চলেছে। কাটছাটের পরই সিবিএফসির শংসাপত্র পেয়েছে পুষ্পা ২। এবার আইনি জটে ছবির নায়ক আল্লু অর্জুন। ভক্তকে 'আর্মি' সম্বোধন করে বিপাকে দক্ষিণী সুপারস্টার। 

Advertisment

ছবি মুক্তির আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। মুম্বইয়ে পুষ্পা ২ -এর প্রমোশনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। রশ্মিকা মন্দানার সঙ্গে পুষ্পা ২-এর প্রচারে ছিলেন আল্লু অর্জুন। এক্স হ্যান্ডেলে এক ব্যক্তির পোস্ট অনুসারে, সেখানেই এক ভক্তকে আর্মি সম্বোধন করেন অভিনেতা।  

Advertisment

আর্মিরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত, তাই ভক্তদের আর্মির সঙ্গে তুলনা করা অনুচিত বলে মনে করেন অভিযোগকারী শ্রীনিবাস গৌড়। আল্লুর বিরুদ্ধে হায়দরাবাদের জওহর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি শ্রীনিবাস গৌড়। 

মুম্বইয়ে ছবির প্রচারে আল্লু বলেন, 'আমার কোনো ভক্ত নেই, আর্মি আছে। আমি আমার ভক্তদের ভালবাসি। ওঁরা আমার সঙ্গে সবসময় থাকেন। ভক্তরা আমার পরিবার। আমার সাফল্যে খুশি হয়। আর্মির মতই আমাকে সর্বক্ষণ আগলে রাখে। আমি তোমাদের গর্বের কারণ হতে চাই। যদি আমার সিনেমা হিট হয় তাহলে সেই কৃতত্ব আমি অনুরাগীদেরই দিতে চাই।'

শ্রীনিবাসের অভিযোগ, 'আর্মি' শব্দটি ব্যবহার করা অত্যন্ত অসম্মানজনক। এটা অভিনেতার মাথায় রাখা উচিত ছিল। আর্মিরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত। সেই জন্যই তিনি রুপোলি পর্দার 'পুষ্পা'র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন: অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ছক্কা হাঁকাল পুষ্পা ২, প্রিমিয়ারে টিকিটের দাম কত?

Allu Arjun pushpa South Film Industry Allu Arjun’s Srivalli Dance
Advertisment