pushpa 2 Advance Ticket Booking : আগামী ৫ জানুয়ারি বিগ স্ক্রিনে মুক্তির অপেক্ষায় বহুপ্রতিক্ষীত ছবি পুষ্পা দ্য রুল। প্রথম পর্বের সাফল্যের পরই দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকের উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো। ছবিটি কবে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে সেই অপেক্ষায় দিন গুনছিল আপামর সিনেপ্রেমী মানুষ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবারই হতে চলেছে বড় ধামাকা। আল্লু-রশ্মিকার বৃহস্পতি তুঙ্গে থাকে কিনা সেটাই দেখার। পুষ্পা দ্য রুলের টিজার-ট্রেলার থেকে আইটেম গান দর্শকের দিল জিতে নিয়েছে। এবার পালা আল্লু-রশ্মিকার অন স্ক্রিন রসায়নের সেই স্বাদ আস্বাদন করার। ৩০ নভেম্বর, শনিবার থেকেই শুরু হয়ে গেল পুষ্পা দ্য রুলের অগ্রিম টিকিট বুকিং।
দীর্ঘ তিন বছরের অপেক্ষার ইতি। অগ্রিম টিকিট বুকিংয় শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই হিন্দি সহ অন্য ভাষার টিকিট বিক্রি হয়েছে ৭.৮ কোটি টাকার। মিডিয়া রিপোর্ট মোতাবেক, পুষ্পা ২-এর অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমান ৫৫ হাজার।
বুক মাই শো, পেটিএম-এর মাধ্যমে চলছে অগ্রিম টিকিট বুকিং। ছবি নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে পুষ্পা দ্য রুল মুক্তির আগের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় প্রিমিয়ারের বন্দোবস্ত করবেন। সেখানে টিকিটের মূল্য ধার্য করা হবে ৮০০ টাকা।
অগ্রিম টিকিট বুকিংয়ের যে হিড়িক সেই ভিত্তিতেই সিনে বিশেষজ্ঞরা মনে করছেন ওপেনিং ডে-তেই ৪০০ থেকে ৫০০ কোটির ব্যবসা করতে পারে। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালি, কন্নড় ও বাংলা ভাষায় মুক্তি পাবে পুষ্পা ২। প্রসঙ্গত, দু-একবার বদলেছে ছবি মুক্তির দিন।
১৫ অগাস্ট থেকে ৬ ডিসেম্বরে দিন পরিবর্তিত হয়েছিল। চলতি বছরের অক্টোবরে আল্লু অর্জুন নিজেই জানান, ৫ ডিসেম্বর, ২০২৪-এ মুক্তি পাবে পুষ্পা দ্য রুল। হায়দরাবাদে একটি অনুষ্ঠানে ছবির প্রযোজক আনুষ্ঠানিক ভাবে মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করেন।
আরও পড়ুন :নাচে-গানে জমজমাট উইকএন্ড, দিলজিৎ-এর কলকাতা কনসার্টে যশ-নুরসত