বাবা-মা কে হারানোর থেকে বড় দুঃখ বোধহয় আর কিছুই হয় না। অভিনেত্রী মন্দাকিনী নিজের সমাজ মাধ্যমেই জানিয়েছেন তাঁর কাছের জনের চলে যাওয়ার খবর। রাজ কাপুরের এই নায়িকা রাম তেরি গঙ্গা মেইলি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। এমনকি, সেই ছবিতেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। কটা চোখের এই নায়িকার মায়ায় জড়িয়েছিল সিনেপ্রেমীরা। যদিও, বেশি ছবিতে তিনি কাজ করেননি। কিন্তু, তাঁর সৌন্দর্য মন কেড়ে নিয়েছিল সকলের।
তাঁর জীবনেও এবার শোকের ছায়া। এবং কাছের মানুষকে হারিয়ে শোকে আচ্ছন্ন অভিনেত্রী। তাঁর বাবা চলে গিয়েছেন না ফেরার দেশে। বাবার জন্য মন কাঁদছে তাঁর। সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে কী লিখছেন অভিনেত্রী? বাবাকে শেষ বিদায় দিয়েই তিনি লিখছেন, "আমার হৃদয় আজ ভেঙে গেছে...আজ সকালে আমি আমার প্রিয় বাবাকে হারালাম। এই বিদায়ের বেদনা ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ বাবা, তোমার অফুরন্ত ভালোবাসা, প্রজ্ঞা ও আশীর্বাদের জন্য। তুমি চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে!"
Deepika Padukone-Walk of Fame: ভারতের গর্ব দীপিকা, বিরাট সম্মানে সম্ম…
তাঁর এই পোস্টের পরেই বেশিরভাগ সমবেদনা জানাতে শুরু করেন তাঁকে। বাবাকে হারিয়ে শোকাতুর অভিনেত্রীকে অনেকেই শোকবার্তা জানিয়েছেন। জানা যাচ্ছে বেশ কয়েকদিন বার্ধক্যজনিত কারণে তিনি ভুগছিলেন। তারপরেই মৃত্যু হয় তাঁর। জেসমিন জোসেফ ঠাকুর - তাঁর আসল নাম। বাবার নাম জোসেফ। মন্দাকিনী তাঁর লাইমলাইট ছেড়ে একেবারেই পারিবারিক হয়ে উঠেছিলেন। অভিনয় জীবন থেকেও সরে দাঁড়ান। এমনকি, সংসার জীবনেও বেশি নজর দিয়েছিলেন।
এই অভিনেত্রীর শুরুটা বড় ছবির মাধ্যমে হলেও তাঁকে দেখা গিয়েছিল আধ্যাত্মিক জীবনেও তিনি মনোনিবেশ করেছিলেন। তিনি দলাই লামার একনিষ্ঠ ভক্ত। এবং বর্তমানে তিনি তিবেতিয়ান যোগার সঙ্গে যুক্ত। ক্লাসও নেন তিনি।