/indian-express-bangla/media/media_files/2025/08/03/cats-2025-08-03-16-07-44.jpg)
তিথির প্রেম
/indian-express-bangla/media/media_files/2025/08/03/wqdqwdqw-2025-08-03-16-08-48.jpg)
নতুন প্রেমের বসন্ত
বাংলা ধারাবাহিক 'মা' খ্যাত অভিনেত্রী তিথি বসু। ঝিলিকের চরিত্রে সাড়া ফেলেছিলেন দর্শকমহলে। আজও সকলের কাছে ঝিলিক নামেও বেশি পরিচিত। ছোট পর্দা থেকে দূরে থাকলেও ভ্লগিংয়ের দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই তিথির জীবনে এখন নতুন প্রেমের বসন্ত।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/asdasdqa-2025-08-03-16-08-48.jpg)
তিথির মনের মানুষটি কে?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। প্রেমিকের সঙ্গে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু। মনের মানুষের মুখের উপর বসানো বড় সাইজের একটি লাল হৃদয়ের ইমোজি। তিথির প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। প্রেম প্রকাশ্যে এনেও কেন প্রেমিকের মুখ দর্শনে লুকোচুরি?
/indian-express-bangla/media/media_files/2025/08/03/asdasd-2025-08-03-16-15-27.jpg)
তিথির যুক্তি
প্রেমিকের মুখের উপর কেন ইমোজি? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নে ফোনের ওপারে মিষ্টি হাসি। তিথির যুক্তি, ' আমি আসলে এখনই সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনতে চাই না। সত্যি বলতে, এই ছবিটাও দিতে চাইনি। কিন্তু, মন যে মানে না। আমারও তো ইচ্ছে করে সকলের মতো আমিও একটু দুজনের ছবি পোস্ট করি। আমাদের দুবছরের সম্পর্ক।। তাও মনে হয় আরও মজবুত হোক তারপর ছবি শেয়ার করব। নজর লাগা তে একটু বিশ্বাস করি। তাই এখন আপাতত এই পর্যন্ত।'
/indian-express-bangla/media/media_files/2025/08/03/asdes-2025-08-03-16-08-48.jpg)
কোন পেশার সঙ্গে যুক্ত শুভজিৎ?
তিথি জানিয়েছেন, শুভজিৎ আগে চাকরি করত এখন ব্যবসায়ী। ভ্লগিংয়ে তিথিকে অনেক সাহায্যও করেন। ভ্লগ করতে গিয়েই একে অপরের সঙ্গে আলাপ। বাকিটা ইতিহাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী আরও বলেন, ' আমি সবসময়ই চাইতাম ফিল্মি দুনিয়ার বাইরে অন্য কোনও পেশার মানুষের সঙ্গে নিজেকে বাঁধব।'
/indian-express-bangla/media/media_files/2025/08/03/rgr4trtr-2025-08-03-16-07-44.jpg)
ছোট পর্দায় ফেরার পরিকল্পনা
মা ধারাবাহিকের জনপ্রিয়তার পর তিথিকে ফের ছোট পর্দায় দেখতে চায় মেগার দর্শক। কিন্তু, অভিনেত্রীর সংযোজন, ' আমি মনের মতো কাজ পাচ্ছি না। একটি সিনেমার শুট শেষ করলাম। ভ্লগিংটা তো আমার এখন ফার্সট প্রায়োরিটি। যদি কখনও আবার ভাল কাজের সুযোগ পাই নিশ্চয়ই করব।'