Singer Passed Away: মাত্র ২৩ - এই সব শেষ! না ফেরার দেশে জনপ্রিয় গায়ক ...

Singer Passed away: বহু তারকাই অল্প বয়সে মারা গিয়েছেন। কেউ নিজেই নিজের প্রাণ নিয়েছেন, আবার কেউ রোগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তবে, এবার ...

Singer Passed away: বহু তারকাই অল্প বয়সে মারা গিয়েছেন। কেউ নিজেই নিজের প্রাণ নিয়েছেন, আবার কেউ রোগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তবে, এবার ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

প্রয়াত গায়ক ...

যে কোন মানুষের মৃত্যুই ভীষণ বেদনাদায়ক। শুধু তাই নয়, দীর্ঘদিন এক মারণ রোগের সঙ্গে নিরবে নিভৃতে লড়াই করে যে মানুষটি কাউকে কিছু না বলেই চলে যাবেন, এমনটা যেন কেউ আশা করতে পারেনি। এত অল্প বয়স হয়েছে মারন রোগের সঙ্গে লড়াই করে চলে যাবেন গায়ক, ভাবা যায়? সব দেশেই অল্প বয়সে বহু তারকা চলে গিয়েছেন না ফেরার দেশে। কিন্তু..

Advertisment

দক্ষিণ কোরিয়ায়, বহু তারকাই অল্প বয়সে মারা গিয়েছেন। কেউ নিজেই নিজের প্রাণ নিয়েছেন, আবার কেউ রোগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তবে, এবার কোরিয়ার অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড F.Able এর প্রাক্তন সদস্য শিম জয়হুন প্রয়াত। বয়স হয়েছিল মাত্র ২৩! শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ। এবং দীর্ঘদিন ধরে সেই রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিন্তু, নিঃশব্দে এবং নীরবেই সবটা সহ্য করেছেন তিনি। জুন মাসের ২৯ তারিখে তিনি মারা গিয়েছেন।

Shehnaz Gill in Kolkata: কলকাতায় শেহনাজ, কাটা কাটা শব্দে বাংলা বললে…

এবং কিছু ঘণ্টা আগে জানা গিয়েছে তার মৃত্যুর খবর সম্পর্কে। এরপরেই তার ফ্যানেরা যেন আরো উদ্বিগ্ন। কিন্তু কি এমন হয়েছিল তার? শিম সাউথ কোরিয়ান বিনোদন দুনিয়ার এক অন্যতম নাম। F.ABLE গ্রুপে তিনি ভোকাল হিসেবেই ছিলেন। ২৩ বছরের এই গায়ক দীর্ঘদিন ধরে লিউকোমিয়া আক্রান্ত ছিলেন। এবং তারপর থেকেই আরও সকলের আড়ালে থাকতে শুরু করেছিলেন। মৃত্যু সম্পর্কে, পারিবারিক তরফে এখন অব্দি কিছুই জানা যায়নি। এবং, খেয়াল করলে দেখা যাবে.. ২০২৩ সালে এই ব্যান্ড আনঅফিসিয়ালি, ডিস বান্ডেড হয়ে যায়। এবং তারই মৃত্যুর খবর সামনে এনেছেন তাই অন্যতম গ্রুপ মেম্বার হো জুন।

Advertisment

গতকাল সমাজের মাধ্যমে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে জায়হুনের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তিনি শেয়ার করেছেন। কিন্তু, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। তিনি লিখছেন, জে হিউন, আমি খবরটা অনেক দেরিতে শুনেছি... আমি খুব দুঃখিত যে আমি তোমার শেষ যাত্রায় সেখানে থাকতে পারিনি। মাঝে মাঝে ভাবি, কীভাবে আরও ভালো করতে পারতাম আমরা, কিন্তু তোমার চলে যাওয়াটা দুঃখজনক। আমি আশা করি তুমি তোমার সমস্ত উদ্বেগ ঝেড়ে ফেলে সেখানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছ। গত পাঁচ বছরের জন্য ধন্যবাদ। আশা করছি ওইপারে ভাল খাবার দাবার খাচ্ছ। আমার স্বপ্নে আমার সাথে দেখা করতে এসো'।

Entertainment News Death Entertainment News Today