Shehnaz Gill in Kolkata: কলকাতায় এসেছেন শেহনাজ গিল। গতকাল সকালে তাঁরা হাজির হয়েছিলেন সিটি অফ জয়ে। এবং, বিমানবন্দরে শেহনাজের সঙ্গে সঙ্গে নজরে আসেন, গিপি গ্রেওয়াল। এবং তাঁরা কলকাতায় এসে ঠিক কী কী বলছেন? কেনই বা এসেছেন কলকাতায় তাঁরা। জানা যাচ্ছে, কলকাতায় তাঁদের নতুন ছবির শুটিংয়ে এসেছেন তাঁরা। সিং ভার্সেস কৌর ২ ছবির শুটিং চলছে কলকাতায়। এবং এই ছবি নিয়ে কী বলছেন তিনি?
শেহনাজ গিলের এই প্রথম কলকাতায় আসা। বিগ বস থেকে তার জার্নি শুরু হলেও, পরবর্তীকালে তিনি নিজের যোগ্যতাতে সে জার্নি সুবিস্তৃত করেছেন। সিদ্ধার্থ শুক্লার হাত ধরেই তিনি জনপ্রিয় হন। কিন্তু, সেই ভরসার হাত বেশি দিন তার সঙ্গে থাকেনি। সিদ্ধার্থ পাড়ি দেন না ফেরার দেশে। তবে কলকাতায় শুটিং করতে এসে শেহনাজ গিল কি বলছেন?
Tollywood Couple Divorce Rumor: ঘর ভাঙছে সুপারহিট তারকা দম্পতির? মঙ্গলের রাতে জানা গেল আসল খবর..
তিনি কলকাতায় শুটিং করতে এলে ও তার মন পড়ে রয়েছে অন্যদিকে। তিনি শুটিং করার আগে ঘুরতে চান এবং এখানে নানান ধরনের মজা করতে চান। অভিনেত্রীকে বলতে শোনা গেল, "কলকাতা খুব সুন্দর। ডিমের ফাকে একটু টাইম পেলে আমি একটু ঘুরতে চাই। আনন্দ করতে চাই। এদিক-ওদিকে সবকিছু দেখতে চাই। খুব আনন্দ হচ্ছে শুটিংয়ে। নতুন শহরে এলে একটু তো ঘুরে বেড়াতে মন চাই।"
এই ছবির প্রথম পার্ট দারুণ জনপ্রিয় হয়েছিল। শেহনাজ চরিত্র সম্পর্কে সেভাবে কিছু রিভিল না করলেও, তিনি সোজাসুজি বললেন, এই ছবিটা এতটাই মজার যে সিনেমা হলে গিয়ে দেখতে খুব মজা আসবে। কিন্তু, শাহনাজের কলকাতায় শুটিং করতে যেমন মজা লাগছে, ঠিক সেরকমই বাংলা বলতে শিখছেন তিনি। কাটা কাটা শব্দটাকে ধন্যবাদ বলতে শোনা গেল হাতজোড় করে। এবং সেটা শুনতে এতই মিষ্টি লেগেছে যে না বলে উপায় নেই। এদিকে কলকাতা এসেছেন কিন্তু মিষ্টি খাবেন না? তারকার কলকাতায় এসে আর কিছু খান কিংবা না খান, রসগোল্লা এবং মিষ্টি দইয়ে অবশ্যই ভাগ বসান। শাহনাজের ক্ষেত্রেও তাই। তিনিও রসগোল্লা খেতে বেজায় আগ্রহী।