/indian-express-bangla/media/media_files/2025/07/25/varun-dhawan-hulk-hogan-2025-07-25-13-20-22.jpg)
হাল্ক হোগানের মৃত্যুতে হাহাকার...
আচমকাই চলে গেলেন WWE- খ্যাত হাল্ক হোগান। তাঁকে রেসলিং জগতের কিংবদন্তি হিসেবেই দেখা হত। এবং একসঙ্গে একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি। ৮০ এবং ৯০ এর দশকের মধ্যে যাদের জন্ম তারা WWE বলতে এই মানুষটিকে খুব ভাল করেই চিনতেন। দাবি করা হয়েছে, তিনি নাকি দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।
২৪শে জুলাই, বৃহস্পতিবার হাল্ক হোগান মারা যান। খবর অনুযায়ী, সেই সকালে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে তার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত প্যারামেডিকরা এটিকে হৃদরোগ বলে ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, দ্য মিজ, জ্যাক পল এবং আরও অনেকে তাদের শোক ভাগ করে নিয়েছেন। অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যু হয়েছে, এমন গুজব পর্যন্ত হাওয়ায় উড়িয়েছেন তাঁর স্ত্রী। বলিউড তারকাদের অনেকেই তাঁকে উদ্দেশ্য করে শোকজ্ঞাপন করেছেন।
Hollywood: সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি! শরীর থেকে রক্তক্ষরণ হতে শুরু করে জনপ্রিয় মডেলের
তাঁর মধ্যে বরুন ধাওয়ান থেকে শুরু করে অর্জুন কাপুর অনেকেই আছেন। সকলের ছোটবেলার হিরো এই মানুষটি যে আচমকা এভাবে চলে যাবেন কেউ কল্পনাও করতে পারেননি। বরুন ধাওয়ান বলছেন, আপনি গোটা একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন হাল্কস্টার। এখানেই শেষ না। বরং অর্জুন কাপুর আরও বেশি করে বুঝতে পেরেছেন যে এই চলে যাওয়াটা তাঁর কাছে খুব অদ্ভুত। ঠিক যেন ছোটবেলার বিশেষ কিছু হারিয়ে যাওয়ার মত। শুধু তাই না! আরও বেশি করে নস্টালজিক অভিনেতা সমাজ মাধ্যমে লিখছেন, "আমার গোটা ছেলেবেলার একটা নির্দিষ্ট অংশ তোমার সঙ্গেই চলে গেল হাল্ক। অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ।
বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি...
WWE- এর মঞ্চে এমন অনেকেই আছেন যারা রেসলিং এর সঙ্গে সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন। তাঁর মধ্যে জন সিনা অন্যতম। আর হাল্ক রয়েছেন অন্যতম। হাল্ক হোগান রকি III (১৯৮২), নো হোল্ডস ব্যারেড (১৯৮৯), গ্রেমলিন্স ২: দ্য নিউ ব্যাচ (১৯৯০), সাবার্বান কমান্ডো (১৯৯১), মিস্টার ন্যানি (১৯৯৩), থান্ডার ইন প্যারাডাইস (১৯৯৫) এবং সান্তা উইথ মাসলস (১৯৯৬) এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তাই, বিনোদনমহলে তিনি বেশ জনপ্রিয়।