/indian-express-bangla/media/media_files/2025/10/10/pori-2025-10-10-15-05-20.jpg)
যা যা বললেন পরী...
Pori Moni-Bangladesh: বাংলাদেশের এই অভিনেত্রীকে নিয়ে নানা ধরণের আলোচনা হয়েছে। বলা উচিত, তাঁর পান থেকে চুন খসলেই হইহই কাণ্ড পড়ে যায় পদ্মাপাড়ে। নিজের সন্তানদের নিয়ে এখন তিনি সুখী গৃহকোণ সাজিয়েছেন। তাঁর এক কন্যা এবং এক পুত্রই চওড়া হাসি এনে দেয় তাঁর ঠোঁটে।
আর আজ অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর ছোট্ট রাজপুত্র পদ্ম, যাকে তিনি আদর করে বাজান বলে ডাকেন, সে এই প্রথমবারের মতো ফেজ টুপি পড়ে মসজিদে গিয়েছে। আর ছেলেকে হাসিমুখে দেখে আনন্দে আত্মহারা পরী। নিজের সমাজ মাধ্যমে তিনি এই আনন্দ ভাগ করে নিয়েছেন। খিলখিলিয়ে হাসছে পরীর রাজ্য। আর তাঁর মা হিসেবে বাংলাদেশের নায়িকার মনে খুশির জোয়ার।
Susan Kendall Newman: সিনে-দুনিয়ায় নক্ষত্রপতন, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী
এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর গলা শুনেই উপলব্ধি করা যাচ্ছিল, যে তিনি ভীষণ খুশি। অভিনেত্রী বললেন, "আসলে, আমার ছেলেটা যে প্রথম মসজিদে গেল, এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না।" তাহলে কি ছোট্ট রাজ্যকে ধর্মপ্রাণ করে তুলতে চান তিনি? ছেলে ধর্মীয় রীতিনীতি পালন করুণ- এমনটাই চান তিনি?
অভিনেত্রীর সোজা-সাপ্টা জবাব, "আসলে কী, ধর্মীয় রীতিনীতি পালন বিষয়টা কাউকে শেখানো যায় না। সেটা নিজের মনের ব্যাপার। মানুষ সেটা নিজে থেকেই গ্রহণ করেন। আমার কাজ ওকে পথ দেখানো। আমি মা হিসেবে সেটাই করব, বাকি তো সময় বলবে। তবে, যেহেতু ওর ধর্ম ইসলাম, আশা করি সেটা সারাজীবন ও লালন-পালন করবে।" প্রসঙ্গে...
পরীর জীবনে যখন তুমুল ঝড় বইছে, তখন তাঁর সন্তানের মুখের দিকে তাকিয়েই সবটা সামলে উঠেছেন তিনি। সমস্ত আলোচনা-বিতর্ক শিকেয় তুলে, তাঁদের নিয়েই নতুন করে বাঁচতে শিখলেন তিনি। শেষ কিছু সময়ে বেশ কয়েকটি ভাল কাজের মাধ্যমেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।