সদ্য মুম্বই পুলিশের তরফে দেড় হাজার পাতার চার্জশিট জমা পড়েছিল রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। যার প্রেক্ষিতে মুম্বই পুলিশের কাছে বয়ানও দিয়ে এসেছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। জুলাই মাসে গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার জামিনের আবেদন করেও কোনও লাভ হয়নি। খারিজ করে দেয় আদালত। পর্নফিল্ম কাণ্ডে শেষমেশ সোমবার জামিনে ছাড়া পেলেন রাজ কুন্দ্রা।
২০ সেপ্টেম্বর অর্থাৎ আজ বম্বে হাইকোর্টের (Bombay HC) তরফে শিল্পা শেট্টির স্বামীর জামিনের আবেদন মঞ্জুর করা হয়। অবশেষে মাস দুয়েক বাদে বাড়ি ফিরলেন রাজ। তবে জামিনের জন্য মোটা অঙ্কের টাকাও গুণতে হয়েছে তাঁকে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড দিয়ে, তবেই জেল থেকে ছাড়া পেলেন অভিনেত্রীর স্বামী।
<আরও পড়ুন: ‘২বার রাজ্যসভার প্রস্তাব ফিরিয়েছি’, করফাঁকি অভিযোগের পাল্টা বিস্ফোরক সোনু সুদ>
প্রসঙ্গত, পর্নফিল্ম কাণ্ডে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা। এরপরই উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন ফাইল করেছিলেন তিনি। মুম্বই পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, এই গ্রেফতারি অবৈধ। যদিও এর আগে কোর্টের তরফে পাল্টা জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেট আদালতের তরফে রাজ কুন্দ্রাকে পুলিশ হেফাজতে দেওয়ার নির্দেশে কোনও ভুল নেই।
এপ্রসঙ্গে উল্লেখ্য, গত ২৭ জুলাই মুম্বইয়ের আদালতের তরফে রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রায়ান থর্পকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত। সেই সময়ে রাজের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের গ্রেফতারি আইনসম্মত নয় এবং সুবিচারের জন্য তাঁরা উচ্চ আদালতে যাবেন। কিন্তু পিটিশন দাখিল করেও তখন কোনও লাভ হয়নি। আদালতের তরফে শিল্পা শেট্টির স্বামীর জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল। অবশেষে সোমবার বম্বে হাইকোর্টের তরফে স্বস্তি পেলেন শিল্পা ও তাঁর স্বামী। মোটা আঙ্কের ব্যক্তিগত বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পেলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন