Advertisment

চাঞ্চল্যকর, পুলিশকে ২৫ লক্ষ 'ঘুষ'! রাজ কুন্দ্রার অ্যাপের ৭০টি ভিডিও ফরেনসিক বিভাগে

পর্ন-কাণ্ডে সিঙ্গাপুর যোগ। লুক আউট নোটিস জারি Neuflix-এর মালিকের নামে।

author-image
IE Bangla Web Desk
New Update
Raj Kundra, Raj Kundra arrest, Shilpta Shetty, Raj Kundra bail, রাজ কুন্দ্রা, bengali news today

পর্নকাণ্ডে জেলেই থাকছেন রাজ কুন্দ্রা

রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মুম্বই পুলিশের (Mumbai Police) হাতে। তদন্ত করতে গিয়ে নতুন করে আরও ৭০টি ভিডিওর সন্ধান পেয়েছে পুলিশ, যেগুলি রাজের নির্দেশেই হটশট অ্যাপের জন্য তৈরি করা হয়েছিল বলে অনুমান। কোনওটি ২০-৩০ মিনিটের। আবার তাদের মধ্যে কোনওটির দৈর্ঘ্য ঘণ্টা খানেকেরও বেশি। ছোট ছোট প্রযোজনা সংস্থাকেই ভিডিও তৈরির বরাত দিয়েছিলেন রাজ। এমনটাই অনুমান তদন্তকারীদের। সেগুলিকেই আপাতত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, তথ্য-প্রমাণের ভিত্তিতে গোয়েন্দাদের অভিযোগ, পর্ন-কাণ্ডে গ্রেফতারির হাত থেকে রেহাই পেতে পুলিশকে ২৫ লক্ষ টাকা ঘুষও দিয়েছিলেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) ব্যবসায়ী স্বামী।

Advertisment

রাজ কুন্দ্রার আন্ধেরির অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে অপরাধ দমন শাখা। এরপরই তাঁর ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলিতে আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা ছিল। অন্যদিকে, এই তদন্তের ভিত্তিতেই জড়িয়েছে মধ্যপ্রদেশের যশ ঠাকুর (Yash Thakur) ওরফে অরবিন্দ শ্রীবাস্তব নামে আরেক ব্যক্তি। 'হটশট'-এর মতোই 'নিউফ্লিক্স' নামে তাঁরও একটি অ্যাপ ছিল। তিনি যদিও এখন সিঙ্গাপুরে রয়েছেন। তবে মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যেই যশের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে।

<আরও পড়ুন: ‘অন্তঃসত্ত্বা’ নুসরতের ক্যানভাসে প্রেমের বার্তা, রং তুলিতে আঁকলেন ‘লাভ বার্ডস’>

পর্ন-কাণ্ডে অভিযুক্ত যশ ঠাকুরের 'নিউফ্লিক্স' (Neuflix) কোম্পানির তরফেই গত মার্চ মাসে রাজের বিরদ্ধে পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। নিউফ্লিক্সের দাবি, মুম্বই পুলিশের এক মধ্যস্থতাকারী যশ ঠাকুরের কাছ থেকেও সমপরিমাণ অর্থ ঘুষ চেয়েছিল। এপ্রিল মাসে মেইল মারফৎ মুম্বই পুলিশের কাছে সেই অভিযোগও জানায় তাঁরা। যে প্রসঙ্গে মুম্বই পুলিশের তরফে এখনও কোনওরকম সাফ মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, 'হটশট'-এ আপলোড করার জন্য যে ৭০টি ভিডিও তৈরি হয়েছিল, তাতে রাজ কুন্দ্রা মদতদাতা ছিলেন উমেশ কামাত। গত ফেব্রুয়ারি মাসেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ফলে প্ল্যান বি- অর্থাৎ 'বলিফেম' নামে আরেক পর্ন অ্যাপকে বাজারে আনার পরিকল্পনা পিছোতে হয় রাজ কুন্দ্রাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Raj Kundra Arrest bollywood Raj Kundra Mumbai Police
Advertisment