Advertisment
Presenting Partner
Desktop GIF

শুরু হল হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র পোস্ট প্রোডাকশন

এ বছর ১ মে দেব এন্টারটেনমেন্ট ভেনচার্সের পরবর্তী ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউন শিথিল হওয়ার সময়েই সরকার ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি দিয়েছিল। অবশেষে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হল। কোভিড পরিস্থিতি সামলেই প্রযোজকের চেয়ার বসলেন দেব। এতটুকু সময় নষ্ট না করেই কাজ করছে টিম হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী।

Advertisment

করোনা মোকাবিলায় নিজের দায়িত্ব নিয়ে বরাবরই সচেতন দেব। এ বছর ১ মে দেব এন্টারটেনমেন্ট ভেনচার্সের পরবর্তী ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারে জোরকদমে কাজ শুরু করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কবীর সুমন।

আরও পড়ুন, আড়ালেই রেখেছিলেন! তিন বছর আগেই বিয়ে করেছেন মোনালি

এদিন সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন পরিচাল অনিকেত চট্টোপাধ্যায়। শোনা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে এই ছবি। তবে প্রযোজনা সংস্থার তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

publive-image সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, শুরু হল না শুটিং, শিল্পীদের বিমা নিয়ে কাটেনি জট

সূত্রের খবর, করোনা সংক্রান্ত সমস্তরকম বিধিনিষেধ মেনেই চলছে কাজ। পোস্ট প্রোডাকশনেরও সমস্ত কাজ শেষ হয়ে এসেছে। বাঙালিকে ভাল কনটেন্টের ছবি উপহার দিতে প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন দেব। কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়।

করোনা আতঙ্কে বন্ধ হয় সিনেমাহল, শুটিং সমস্ত কিছু। তবে আস্তে আস্তে ছন্দে ফিরছে মানুষ। ১০ জুন থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আপাতত সেটি হচ্ছে না। কিন্তু বসে নেই দেব। সাধ্যমতো সমস্ত কাজ এগিয়ে রাখছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dev Bengali Cinema Kabir Suman
Advertisment