লক্ষ্মী পুজোর দিন প্রকাশ্যে এল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'লক্ষ্মী ছেলে'-র পোস্টার। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিক তনয় উজান গঙ্গোপাধ্যায়কে। মানুষ ঈশ্বরের কাছে আর্তি জানায়, তার কাছেই মঙ্গল কামনা করে। এক কথায় মানুষ ঈশ্বরের শরণাপন্ন। কিন্তু ভাবুন ঈশ্বর যদি মানুষের শরণে আসে?
এই কাহিনিই এবার দর্শকের সামনে আনবেন কৌশিক। তবে পরিচালকের এই গল্প নেহাতই চিত্রনাট্য নয়, সত্য ঘটনা অবলম্বনেই তৈরি। পোস্টারে উজানের কোলে এক শিশুকন্যা। তার চারটে হাত। এই মেয়েকে ঘিরেই এগোবে ছবির গল্প। নিজের প্রতি উদাসীন, এলোমেলো জীবন যাপনে অভ্যস্ত একটি মানুষের কাহিনি। সেই কারণেই উজানের সাম্প্রতি লম্বা চুল, গাল ভর্তি দাড়ি।
আরও পড়ুন, মানুষটার শরীর ৩৫ বছরের কিন্তু মন-মাথা ৫-৬ বছরের: রাহুল
প্রথমবার বাবার হাত ধরে বড়পর্দায় আসছেন উজান।তবে শুধুমাত্র প্রথমবার উজানের নয়, কৌশিকেরও। কারণ এই প্রথমবার শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন, টেলিপর্দায় দেবী লক্ষ্মী চরিত্রে নজর কেড়েছেন যে অভিনেত্রীরা
প্রসঙ্গত, উজানের ডেবিউ ছবি ‘রসগোল্লা’-রাও প্রযোজক শিবু-নন্দিতা।তরুণ প্রজন্মকে নিয়ে গল্প বাঁধছেন পরিচালক। এ প্রজন্মের তরুণ মানেই সে খারাপ, যা কিছু ভাল সব আগের। এই ধারণাকেই ভাঙতে চলেছেন কৌশিক। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে এই পোস্টার।
২০২০-র জানুয়ারীতে মুক্তি পেতে পারে লক্ষ্মী ছেলে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে যে সব প্রযোজক কাজ করতে চাইবেন একথা নন্দনে ছবির ঘোষনার সময়ই জানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।