Potolkumar Hiya Dey returns: টেলিপর্দার সবচেয়ে সফল শিশুশিল্পী হিয়া দে ওরফে পটল। 'পটলকুমার গানওয়ালা'-র পরে লম্বা ব্রেক কাটিয়ে এবার ফিরছে সে নতুন রূপে নতুন ধারাবাহিকে। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে ধারাবাহিকের সম্প্রচার।
সাম্প্রতিককালে টেলিপর্দায় যে কজন শিশুশিল্পী এসেছে, তারা প্রায় প্রত্যেকেই অত্যন্ত প্রতিভাবান। 'পটলকুমার গানওয়ালা' ধারাাবাহিকে যখন অভিনয় করতে আসে হিয়া, মাত্র কয়েক দিনের সম্প্রচারেই দর্শকের মন জয় করে তার নিষ্পাপ স্ক্রিন প্রেজেন্স। তখনও অভিনয় সম্পর্কে সম্যক ধারণাই তৈরি হয়নি তার। সহজাত অভিনয়ই দর্শককে মুগ্ধ করেছিল।
আরও পড়ুন: সেটে অন্ধকার হলেই চিৎকার! ভূতের সিরিজে অভিনয় করে ভয় বেড়ে গেল প্রিয়মের
'পটলকুমার গানওয়ালা'-র সময় থেকেই হিয়াকে অভিনয় শেখানোর দায়িত্ব নেন স্বাগতা মুখোপাধ্যায়। তাঁর অ্যাকাডেমিতেই অভিনয় প্রশিক্ষণে আরও পরিণত হয় হিয়ার অভিনয়ক্ষমতা। 'পটলকুমার গানওয়ালা' শেষ হওয়ার পরে বেশ অনেকটা বড় বিরতিতে ছিল হিয়া।
আরও পড়ুন: ৯ মাসে ৩ প্রিয়জনের মৃত্যু! ঘুমের ওষুধের নির্ভরতা কাটিয়ে কীভাবে উঠে দাঁড়ালেন অনিন্দিতা
তবে এই বিরতি নেহাতই টেলিপর্দা থেকে, অভিনয় থেকে নয়। কারণ স্বাগতা মুখোপাধ্যায় ও ঋষি মুখোপাধ্যায়ের পরিচালনায় নিয়মিত মঞ্চে অভিনয় করেছে হিয়া। পর্দার অভিনয়ের পাশাপাশি থিয়েটারের অভিনয়েও পোক্ত হয়ে উঠেছে সে। কিন্তু বাংলা টেলিভিশনের দর্শক হিয়াকে মিস করেছেন নিঃসন্দেহে। তাঁদের জন্য রইল নীচের ট্রেলার। হিয়া এবার আসছে 'আলো' রূপে।
আগামী মাসের গোড়া থেকেই আসছে হিয়ার নতুন ধারাবাহিক 'আলোছায়া'। দুই তুতো বোনের গল্প নিয়ে ধারাবাহিক। আলো ও ছায়া, একই পরিবারের দুই বোনের ভালবাসা, ঈর্ষা নিয়ে সম্পর্কের গল্প। তবে 'পটলকুমার গানওয়ালা'-তে যতটা গভীর ঈর্ষার আবহাওয়া ছিল দুই বোনের মধ্যে, এক্ষেত্রে সম্ভবত সেটা থাকবে না। শুধু তাই নয়, প্রোমো দেখে যা বোঝা যায়, হিয়া-অভিনীত চরিত্রটি সম্ভবত মাতৃহারা। সব মিলিয়ে আরও একটি ইমোশনাল সোশাল ড্রামা যার মূল ইউএসপি অবশ্যই হিয়া দে।