Binodini Dasi biopic: বাংলার কিংবদন্তি মঞ্চ-অভিনেত্রী নটী বিনোদিনীকে নিয়ে তৈরি হতে চলেছে দু’টি ছবি। বায়োপিকধর্মী এই দুটি ছবির একটি পরিচালনা করবেন প্রদীপ সরকার ও অন্যটি পরিচালনা করছেন রাম কমল মুখোপাধ্যায়। ‘পরিণীতা’-পরিচালক প্রদীপ সরকারের ছবিটির ঘোষণা হয়েছিল অগাস্ট মাসের শেষে। সম্প্রতি ওই একই বিষয়ে ছবির কথা ঘোষণা করেছেন ‘সিজনস গ্রিটিংস’-পরিচালক রাম কমল মুখোপাধ্য়ায়।
তবে দুটি ছবি একই ভাষায় হবে না বলেই শোনা গিয়েছে। রাম কমল মুখোপাধ্যায় সম্প্রতি প্রকাশ করেছেন তাঁর ছবি বিনোদিনী দাসী-র টিজার পোস্টার। তবে এখনও ছবির কাস্টিং ঘোষণা হয়নি। এই ছবিটি বাংলা ভাষায় তৈরি হবে বলেই জানিয়েছেন পরিচালক। অন্যদিকে প্রদীপ সরকার-এর ছবিটি দ্বিভাষিক হবে নাকি শুধুমাত্র হিন্দি ভাষাতে হবে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, নটী বিনোদিনী-র আত্মকথা, ‘আমার কথা’-র স্বত্ব কিনেছেন প্রদীপ সরকার এবং তাঁর ছবির চিত্রনাট্য লিখছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ভূতে ভয় পান ‘ভূত’-এর নায়ক
অন্যদিকে রাম কমল মুখোপাধ্যায়ের ছবির চিত্রনাট্য লিখেছেন অভ্র চক্রবর্তী, যিনি ‘কেকওয়াক’ ছবিরও চিত্রনাট্য লিখেছেন। এছাড়া ‘কেকওয়াক’-এর সহ-পরিচালকও ছিলেন অভ্র চক্রবর্তী। নটী বিনোদিনী-কে নিয়ে বাংলা ছবির পরিকল্পনা বিগত দেড় বছর ধরেই চলছিল বলে জানা গিয়েছে পরিচালকের বিশ্বস্ত সূত্রে। চিত্রনাট্যও ইতিমধ্যেই সম্পূর্ণ। এখন চলছে চূড়ান্ত পর্বের কাস্টিং।
অন্যদিকে প্রদীপ সরকারের ছবির কাস্টিং ঘোষণা না হলেও বলিউডে জল্পনা, নটী বিনোদিনী-র ভূমিকায় দেখা যেতে পারে বিদ্যা বালনকে। তবে টলিপাড়ার একটি সূত্রের খবর, এই চরিত্রটির জন্য টলিউডের প্রথম সারির কয়েকজন অভিনেত্রী অডিশন দিয়েছেন। তবে এখনও যেহেতু পরিচালক বা প্রযোজকদের পক্ষ থেকে কাস্টিং ঘোষণা হয়নি, তাই সবটাই জল্পনার পর্যায়েই রয়েছে। ছবি দুটি কোন সময় থেকে ফ্লোরে যাবে তা এখনও ঘোষিত নয়, তবে রাম কমল মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ের কাজ সম্ভবত আগে শুরু হবে।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, বিতর্ক বম্বে হাইকোর্টের রায়ে
'আর ফেরার চেষ্টা করবে না-নেব না', 'দলবদলু'দের কড়া বার্তা মমতার
প্রসেনজিৎ অভিনীত 'নেতাজির' ছবি উন্মোচন রাষ্ট্রপতির! টুইট করেও ডিলিট করলেন মহুয়া
বিয়ে করলেন বরুণ-নতাশা, অতিথি আপ্যায়ণে বিশেষ ভূমিকা শাহরুখ-গৌরীর
দেবলীনা-সায়নীকে খুন-ধর্ষণের হুমকি! পথে নেমে তীব্র প্রতিবাদ বিদ্বজনদের
এবার সময়সীমা বেঁধে মমতার বাড়িতে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ শুভেন্দুর
বলিউড ডেবিউ রুক্মিণী মৈত্রর, বিপরীতে বিদ্যুৎ জামওয়াল, 'নার্ভাস লাগছে' মন্তব্য অভিনেত্রীর
দ্বন্দ্ব ভুলে মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়
'সাহস থাকলে আমাদের ধর্ষণ করুক! ঝাঁটা-বঁটি নিয়ে তেড়ে যাব', প্রতিবাদী সাংসদ নুসরত
অঙ্কুশের নতুন ফ্ল্যাটে জমিয়ে পার্টি, অনীকের গানে দেদার নাচ ঐন্দ্রিলা-বিক্রমের