Anupam-Prashmita Anniversary: রাত ১২ টায় কেক কেটে সেলিব্রেশন, অনুপমের জন্য নিজের হাতে কী বানালেন প্রস্মিতা?

Anupam Roy-Prashmita Paul: দেখতে দেখতে অনুপমের সঙ্গে সুখী দাম্পত্যের একটা বছর পার করে ফেললেন প্রস্মিতা পাল। আজকের দিনে কী প্ল্যান তারকা দম্পতির? একে অপরকে কী উপহার দিলেন? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বললেন অনুপম ঘরণী।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
anupam roy prashmita marriage, singer didnt answered rachana banerjee question tollywood

সুখী দাম্পত্যের একবছর পার

 Anupam Roy-Prashmita Paul 1st Anniversary: আজ থেকে ঠিক এক বছর আগে ২ মার্চ সুরের বাঁধনে সাত জন্মের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁরা নান আদার দ্যান অনুপম রায় ও প্রস্মিতা পাল। চার হাত এক করে জীবনের নতুন পথ চলা শুরু করেছিলেন সংগীতজগতের দুই বিশিষ্টজন। দেখতে দেখতে একবছর অতিক্রান্ত। 
পায়ে পায়ে পথ চলার বর্ষপূর্তিতে প্রিয়তমকে পাশে নিয়ে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রস্মিতা লিখেছেন, 'দেখতে দেখতে এক বছর'। ২০২৪-এর ২ মার্চ অনুপম-প্রস্মিতার বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হয়েছিল। যদিও ব্যক্তিগতজীবনে সেই প্রভাব কখনই পড়তে দেননি তারকা দম্পতি। সুখী সংসারের চাবিকাঠি নিজেদের নিয়ন্ত্রনেই রেখেছেন অনুপম-প্রস্মিতা। 

Advertisment

বিয়ের বছর ঘুরতেই ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে অনুপম ঘরণী প্রস্মিতা জানালেন, 'এখনও পর্যন্ত সবই ভীষণ স্মুদ। কোনও নেগেটিভ এনার্জি আমাদের শান্তি নষ্ট করেনি। বিয়ের একটা বছর খুব ভাল কাটল। আগামী দিনগুলোও এভাবে কাটিয়ে দিতে চাই।' প্রথম বিবাহবার্ষিকীর স্পেশাল প্ল্যানে রয়েছে মা-বাবার সঙ্গে ফ্যামিলি ডিনার। আজকের দিনে একান্ত যাপনের কোনও পরিকল্পনা? মৃদু হেসে প্রস্মিতার জবাব, 'ওটা এখুনি হবে না। পরে কোনও একটা সময় দুজনে টাইম অ্যাডজাস্ট করে কোথাও একটা যাব। সেটা কবে এখনও কিছু ফাইনাল হয়নি।'

Advertisment

জন্মদিন হোক বা অ্যানিভার্সরি, রাত ১২ টায় কেক কেটে সেলিব্রেশন জেন ওয়াইয়ের লেটেস্ট ট্রেন্ড। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সেলেব দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পালও। তিনি বলেন, 'হ্যাঁ, আমরাও একসঙ্গে পেস্ট্রি কেটেছি।' এ তো গেল রাতের সেলিব্রেশন। এবার আসা যাক অ্যানিভার্সরি স্পেশাল লাঞ্চের কথায়। অনুপমের জন্য নিজের হাতে কিছু রান্না করলেন? প্রস্মিতা জানান, 'লাঞ্চে ঘরোয়া খাবারদাওয়ারই আছে। অনুপম পোস্ত খেতে খুব ভালবাসে। তাই ওঁর জন্য পোস্ত বাটা করেছি।'

লাস্ট বাট নট ইন লিস্ট প্রথম বিবাহবার্ষিকীর উপহার। অনুপম তাঁর প্রিয়তমাকে একটা দারুণ শাড়ি উপহার দিয়েছেন। আর প্রস্মিতা গায়কের মনপসন্দ একটা পঞ্জাবি। দুজনেই সংগীতজগতের মানুষ। সুরের মূর্চ্ছনায় একে অপরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছায় ভেসে গিয়েছেন? প্রস্মিতা বলেন, 'আজ আমরা গান গেয়ে একে অপরকে অ্যানিভার্সরি উইশ করিনি। তবে বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের ডুয়েট অনুপমের ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে।'

ANUPAM ROY Bengali Cinema Bengali Song Bengali Singer Bengali Film Industry Prashmita Paul