Prashmita Paul On Anupam Roy Birthday: ২৯ মার্চ শনিবার বিশিষ্ট সংগীতশিল্পী অনুপম রায়ের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি গানে গানে উদযাপন করবেন গায়ক। সুরের বাঁধনে জন্মদিনের সুন্দর মুহূর্তকে বেঁধে রাখার সুযোগ একজন শিল্পীর কাছে পরম প্রাপ্তি। অনুপম রায়ের জন্মদিনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ঠিক এই কথাগুলোই বললেন অর্ধাঙ্গিনী প্রস্মিতা পাল। রাত ১২ টায় কেক কেটে, পার্টি করে হাল ফ্যাশনের বার্থডে সেলিব্রেশনে ভেসে যান না সেলেব দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পাল। বরং জন্মদিনের সন্ধ্যায় পরিবারের সকলের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করার প্ল্যান করেছেন অনুপম-প্রস্মিতা। তিনি শুধু একজন গায়িকাই নন, একজন চাকুরিজীবীও বটে। আইটি সেক্টরে কর্মরত প্রস্মিতার শনিবার ছুটি। কাকতালীয়ভাবে অনুপমের জন্মদিনে এই ছুটি উপরি পাওনা। তাই প্রিয় মানুষটার জন্য নিজের হাতে পাকা গিন্নির মতো রাঁধবেন, সারাদিন একসঙ্গে কোয়ালিটি সময় কাটাবেন।
প্রস্মিতা বলেন, 'আজ অনুপমের জন্মদিন গানে গানে সেলিব্রেট হবে। কিলবিল সোসাইটির আজ মিউজিক লঞ্চ। এই ছবিতে ও গান গেয়েছে। অনুপমের জীবনের সবচেয়ে বড় সত্য হল ওঁর সঙ্গীতসত্তা। জন্মদিনে নিজের গানের প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, একজন শিল্পীর কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে। আমরা কেউই খুব একটা জাঁকজমক বা হই হুল্লোড় পছন্দ করি না। অনুপমের জন্মদিনও তাই পরিবারের সকলের সঙ্গেই আমরা পালন করব। আজ আমার মা-বাবা আসবে। ওঁর মা পায়েস বানাবে। আমার জন্মদিনেও উনি পায়েস বানান। আমিও অনুপমের পছন্দের আইটেম রাঁধব। ও পোস্ত বা মাছ খেতে খুব ভালবাসে। তাই পোস্ত আর মাছের একটা আইটেম বানাব। দুপুরে জমিয়ে খাওয়াদাওয়া হবে।'
বার্থডে কেক কখন কাটা হবে? প্রস্মিতা বলেন, 'রাত ১২ টায় আমরা কেক কেটে সেলিব্রেট করিনি। সন্ধ্যায় সকলের সঙ্গে ও কেক কাটবে। তারপর আমাদের কিছু কাছের বন্ধু আর পরিবারের সবাই একসঙ্গে বাড়িতেই ডিনার করব।' জন্মদিনে প্রিয় মানুষটাকে কী উপহার দেবেন প্রস্মিতা? অনুপমের পঞ্জাবি ভীষণ পছন্দ। তাই জন্মদিনে বেটারহাফের জন্য প্রস্মিতার মতে এটাই পারফেক্ট গিফট। প্রসঙ্গত, মার্চ মাসেই অনুপম-প্রস্মিতার বিবাহবার্ষিকী। তখনও অনুপমকে পঞ্জাবি দিয়েছিলেন আর পোস্তর আইটেম রেঁধে খাইয়েছিলেন।