Prasun Gain : শরীর ভেঙে অর্ধেক! উসকো-খুসকো চুল, কেন এমন হাল প্রসূনের?

Prasun Gain : বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রসূন। কেরিয়ারে যুক্ত হল নয়া পালক। আসন্ন হিন্দি ছবির জন্য নিজেকে আমূল বদলে ফেললেন। নতুন ছবি নিয়ে আপাতত মুখে কুলুপ আটলেন প্রসূন।

Prasun Gain : বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রসূন। কেরিয়ারে যুক্ত হল নয়া পালক। আসন্ন হিন্দি ছবির জন্য নিজেকে আমূল বদলে ফেললেন। নতুন ছবি নিয়ে আপাতত মুখে কুলুপ আটলেন প্রসূন।

author-image
Kasturi Kundu
New Update
কেন এমন হাল প্রসূনের?

কেন এমন হাল প্রসূনের?

Prasun  Gain : বাংলা সিরিয়াল থেকে সিনেমা, প্রসূনের বিপুল জনপ্রিয়তা। নিম ফুলের মধুতে পর্ণার ছোটকার চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়েছে ছোট পর্দার দর্শকের। টেলিভিশনের আরও একটি মেগা ব্যোমকেশে প্রফুল্ল রায়ের ভূমিকায় প্রসূনের অভিনয়ের তারিফ করেছে দর্শক। বড় পর্দায় প্রসূনের কাজের তালিকাটা বেশ লম্বা। প্রেম আমার থেকে চ্যালেঞ্জ, জুলফিকর সহ একগুচ্ছ বক্স অফিস হিট মুভিতে প্রসূন নিজেকে বারবার এক দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। এবার জীবনের আরও এক নতুন ইনিংস শুরু করতে চলেছেন টলিপাড়ার নায়ক প্রসূন। সমাজমাধ্যমের পেজে রয়েছে প্রসূনের সেই ইঙ্গিতপূর্ণ পোস্ট। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এই প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

Advertisment

 প্রসঙ্গত, প্রসূণ তাঁর ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে রয়েছে গাল ভর্তি দাঁড়ি। উসকো-খুসকো চুল আর চেহারা তো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তাঁর এই ভোলবদল দেখে পাড়া প্রতিবেশীরা অনেকেই বলছেনতাঁর চেহারা একেবারে ভেঙে গিয়েছে। সেই প্রেক্ষিতেই ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, পাড়া থেকে প্রতিবেশী... শেষ ছয় মাসে, সবাই যখন আমাকে বলেছে, চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে। নিজের যত্ন নে। কাউকেই বোঝাতে পারিনি, আমি একজন অভিনেতা। চরিত্রের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়। আর বোঝাতে পারিনি, আমি যত্ন নিচ্ছি, তবে নিজের নয় চরিত্রের (DEB) তাও যদি হিন্দি ছবি হয় ক্রমশঃ প্রকাশ্য

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, এই মুহূর্তে আমি শহরের বাইরে আছি। নতুন কাজ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। টলিপাড়া থেকে বিটাউনের দৌঁড়ে এগিয়ে যাওয়া অভিনেতাদের তালিকায় প্রসূন যে নয়া সংযোজন সে কথা বলাইবাহুল্য। বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসূণের একটা বিরাট ফ্যানবেস রয়েছে। কেরিয়ারের সফল জার্নিতে যে নতুন পালক যুক্ত হল তাতে খুশি প্রসূনের অনুগামীরা।  

Advertisment

আরও পড়ুন : ‘হানিমুনের সময় সাড়ে চার মাসের প্রেগন্যান্ট’, সিক্রেট শেয়ার শ্রীময়ীর

Bengali Serial Bengali Film Industry Bengali Television Bengali Cinema Bengali Film Bengali Actor