প্রেমের মরশুমে ভালবাসার গান
শহর জুড়ে যেন প্রেমের মরশুম। এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে 'রোজ ডে', 'চকোলেট ডে', 'টেডি ডে' সহ আরও অনেক 'ডে'। ভ্যালেন্টাইন উইকের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার মানুষের জন্য গান হতে পারে অন্যতম সেরা উপহার। সেই জন্যই শুক্রবার অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাচ্ছে অভিনেতা প্রসূনের নতুন মিউজিক অ্যালবাম 'আমার মন চায়'। যার প্রতি পরতে রয়েছে ভালবাসার ছোঁয়া।