/indian-express-bangla/media/media_files/2025/02/13/DVUhTI4aMeMHpOxVxRAp.jpeg)
ভ্যালেন্টাইনস ডে-তে আরও রোম্যান্টিক নিম ফুলের ছোটকা
/indian-express-bangla/media/media_files/2025/02/13/1lbP0QwVNrKmmPKxNjbk.jpg)
প্রেমের মরশুমে ভালবাসার গান
শহর জুড়ে যেন প্রেমের মরশুম। এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে 'রোজ ডে', 'চকোলেট ডে', 'টেডি ডে' সহ আরও অনেক 'ডে'। ভ্যালেন্টাইন উইকের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার মানুষের জন্য গান হতে পারে অন্যতম সেরা উপহার। সেই জন্যই শুক্রবার অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাচ্ছে অভিনেতা প্রসূনের নতুন মিউজিক অ্যালবাম 'আমার মন চায়'। যার প্রতি পরতে রয়েছে ভালবাসার ছোঁয়া।
/indian-express-bangla/media/media_files/2025/02/13/leGWgsiP8e6NGvurASvn.jpg)
কোথায় দেখবেন?
প্রসূনের নির্দেশনাতেই শুট হয়েছে মিউজিক ভিডিওটি। 'প্রসূন গায়েন ইনিসিয়েটিভ'-এই টিউটিউব চ্যানেলে মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম মিউজিক অ্যালবাম। নিম ফুলের মধুতে ছোটকার চরিত্রে দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছেন। এবার রোম্যান্টিক মিউজিক অ্যালবামে প্রসূনের রোম্যান্স দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে সেটাই দেখার অপেক্ষা। গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিমির ভট্টাচার্য।
প্রেমের গানে
প্রসূনের মিউজিক ভিডিওতে তাঁর সঙ্গে রোম্যান্সে মত্ত দীপর্ণা। গত বছর ১২ ফেব্রুয়ারি একপ্রকার চুপিসারেই বিয়ে সেরেছিলেন প্রসূন-পিয়ালি। শহর থেকে দূরে একটি বাগান বাড়িতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন তাঁরা। বছর ঘুরতেই তারকা দম্পতির জীবনে এল নতুন সুখ। মিউজিক ভিডিওতে গান গেয়েছেন শুভজিৎ রাউত ও সৌরভ দে। গীতিকারও তাঁরা দুজনই। আর গানে সুর দিয়েছেন সৌরভ দে। রোম্যান্সের পাশাপাশি এই গানে রয়েছে ট্রাজিডিও। ছোট ছোট স্বপ্নের বুনোটে মিউজিক ভিডিওটি বনিয়েছেন প্রসূন গায়েন।
প্রসূনের অপেক্ষায়
১১ ফেব্রুয়ারি মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠানে কেকে কেটে প্রাক বিবাহবার্ষিকী উদযাপন করেন প্রসূন-পিয়ালি। প্রথম বিবাহবার্ষিকী বলে কথা। রোম্যান্টিক নায়কের ভূমিকায় খুব একটা দেখা যায় না। নিম ফুলের মধু ধারাবাহিকেও বেশ সিরিয়াস চরিত্রেই অভিনয় করেন প্রসূন। রোম্যান্টিক নায়ক হিসেবে প্রসূন গায়েনকে দেখার অরেক্ষায় অনুরাগীরা।
নতুন দিগন্ত
বাংলা সিরিয়াল থেকে সিনেমা, প্রসূনের বিপুল জনপ্রিয়তা। বড় পর্দায় প্রসূনের কাজের তালিকাটা বেশ লম্বা। প্রেম আমার থেকে চ্যালেঞ্জ, জুলফিকর সহ একগুচ্ছ বক্স অফিস হিট মুভিতে প্রসূন নিজেকে বারবার এক দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর বদলে যাওয়া চেহারার ছবি। এবার দেখার পালা ভ্যালেন্টাইন উইকে রোম্যান্সে কতটা সাবলীল ছোটকা ওরফে প্রসূন।