Pratim D Gupta On Chaalchitro: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। বাঙালি দর্শকের জন্য একসঙ্গে আসছে চারটি ভিন্ন স্বাদের ছবি। সেই তালিকায় রয়েছে 'খাদান', 'সন্তান', '৫ নং স্বপ্নময় লেন' ও 'চালচিত্র'। সম্প্রতি পরিচালক প্রতিম.ডি.গুপ্তা (চালচিত্রের পরিচালক) ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন।
সেখানে তাঁর অকপট স্বীকারোক্তি, খাদান-সন্তান দেখার পর চালচিত্রও যেন বাঙালি দর্শক হলে এসে দেখে। তিনি যখন ভাবছেন ইন্ডাস্ট্রির হেভিওয়েট ব্যক্তিদের কাছে তাঁর ছবি নগন্য, তখন খোদ রাজ চক্রবর্তী বলছেন, 'আগে চালচিত্র দেখুন তারপর সন্তান-খাদান।'
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে জানতে চাওয়া হয়, একজন পরিচালক হিসেবে নিজের ছবিকে কেন এতটা পিছিয়ে রাখছেন প্রতিম? চালচিত্রের পরিচালকের সপাট জবাব, 'এক-দু'বছর খেটে একটা ছবি তৈরি করেছি। সেই জন্য দর্শকের উদ্দেশে এটা আমার বার্তা। বাকি দুটো খুব বড় ক্যানভাসে তৈরি ছবি। বড় স্টারদের ছবি। দর্শকের কাছে নিঃসন্দেহে খাদান-সন্তান প্রথম প্রায়ারিটি হবে। তার মধ্যেও যেন আমার ছবিটাও যেন তাঁদের প্ল্যানে রাখেন সেই জন্যই ওই পোস্ট।'
একইদিনে মুক্তি পাচ্ছে মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন। এই ছবিকে প্রতিযোগীর তালিকায় রাখছেন না?
আমি ওঁর প্রথম ছবিটা দেখেনি। কিন্তু, শুনেছি ভাল। তাই আমার ওঁর ছবি নিয়ে খুব একটা আইডিয়া খুব কম। সিনেমার ট্রেলার দেখে আমার খুব একটা এক্সাইডেট লাগেনি। তাছাড়া আমি যেহেতু ওঁর ছবির প্যাটার্ন নিয়ে খুব একটা কিছু জানি না তাই পোস্টে ৫ নং স্বপ্নময় লেনের কথা উল্লেখ করিনি।
খাদান-সন্তানের সঙ্গে লড়াইয়ের ময়দান নিয়ে যখন চিন্তিত তখন মুক্তির অন্য তারিখ কেন খুঁজলেন না?
চিলচিত্রতেও তো বড়মাপের শিল্পীরা কাজ করেছেন। টোটা রায়চৌধুরী থেকে রাইমা, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে। স্টার কাস্ট আমি ঠিক করতে পারি। কিন্তু ছবি মুক্তির দিন নয়। এটা পুরোপুরি আমার হাতে নেই। কোন ছবি কখন আসছে সেটা তো আগে থেকে সেভাবে বোঝা যায় না। পুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, নানা কারণে হয়নি। পরে ২০ ডিসেম্বরে মুক্তির কথা ভেবেছিলাম। তখন তো জানতাম না একইদিনে এই দুটো ছবিও আসছে। সন্তানের ট্রেলারেও লেখা ছিল শীতে আসছে। কিন্তু, নির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না।
বক্স অফিসে বাংলা ছবির লড়াই ইন্ডাস্ট্রির ভবিষ্যত আরও মজবুত করবে?
পুজোর সময়ও একসঙ্গে তিন-চারটে বাংলা ছবি ভাল ব্যবসা করেছিল। ক্রিসমাসেও আশা করি তাই হবে। আমার তো মনে হয় এটা বাংলা ছবির মরসুম। 'বং কানেকশন' আর 'অনুরণন' কিন্তু, একসঙ্গে হিট করেছিল। 'রক্তবীজ'-'দশম অবতার', 'টেক্কা'-'বহুরূপী' একসঙ্গে বক্স অফিসে লড়াই করেছে। এবারে 'সন্তান'-'খাদান'-চালচিত্র একসঙ্গে চলবে। মানুষ বুঝবে হিন্দি-দক্ষিণী ছবি সরিয়ে এটা বাংলা ছবি দেখার সময়।
'পুষ্পা ২'-র ক্রেজের জন্য অনেক বাংলা ছবি হল পাচ্ছে না। এই প্রসঙ্গে অবশ্য বিশেষ কোনও মন্তব্য করেননি পরিচালক। বরং তাঁর মতে, এটা তো ফিল্ম ডিস্ট্রিবিউশনের ব্যাপার। তবে আশা রাখছেন আসন্ন চারটি বাংলা ছবি পর্যাপ্ত হল পাবে যাতে দর্শক দেখতে পায়। প্রতিমের পোস্ট প্রসঙ্গে রাজ চক্রবর্তী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'প্রতিম একজন প্রতিভাবান পরিচালক। একটু অন্যরকম সিনেমা বানায়। বছরের দুটো সিনেমা বানায় এমন নয়। কিন্তু, যখন বানায় সেটা দারুণ। তাই বলব সন্তান-খাদান দেখার আগে চালচিত্র দেখুন।'